Chandrayaan 3: ২৩ নাকি ২৭ অগাস্ট! কবে চাঁদে নামবে চন্দ্রযান ৩? বড় আপডেট দিলেন ভারতীয় বিজ্ঞানী

Last Updated:

Chandrayaan 3: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ দিকে সফট্ ল‍্যান্ডিং করার কথা চন্দ্রযান ৩।

২৩ নাকি ২৭ অগাস্ট!
২৩ নাকি ২৭ অগাস্ট!
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ দিকে সফট্ ল‍্যান্ডিং করার কথা চন্দ্রযান ৩। সফল অবতরণ করলেই ইতিহাসে নাম লেখাবে ভারত। ইসরোর এক উর্ধ্বতন কর্তা জানিয়েছেন, “অবতরণের ঠিক ২ ঘণ্টা আগে চন্দ্রযান ৩ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে, স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার-ইসরো, আহমেদাবাদের ডিরেক্টর নীলেশ এম দেশাই বলেছেন যে, আপতত ২৩ অগাস্ট চাঁদে সফট্ ল‍্যান্ডিং করার কথা চন্দ্রযান ৩-এর। এবং তাতে কোনও সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ অগাস্টেই অবতরণ করবে চন্দ্রযান। এলএইচডিএসি ক্যামেরাটি বিশেষভাবে এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যাতে বিক্রম ল্যান্ডারকে নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো যায়। এছাড়া ২৭ অগাস্ট অবতরণের জন্য সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে। এ জন্য সব ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।
advertisement
advertisement
দেশাই আরও বলেছেন যে চন্দ্রযানের অবতরণ যদি যান্ত্রিক কারণে বা আবহাওয়ার কারণে স্থগিত করা হয় তাহলে অবতরণের জায়গায় পরিবর্তন হতে পারে। প্রতিকূল পরিস্থিতি দেখলে ২৭ অগাস্ট পর্যন্ত অবতরণ স্থগিত করা হবে। চাঁদের অবস্থার উপর ভিত্তি করে অবতরণে এগিয়ে যাওয়া উপযুক্ত কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেব। ইসরো জানিয়েছে, বুধবার বিকেল ৫.২০ মিনিট থেকে অবতরণের লাইভ টেলিকাস্ট শুরু হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chandrayaan 3: ২৩ নাকি ২৭ অগাস্ট! কবে চাঁদে নামবে চন্দ্রযান ৩? বড় আপডেট দিলেন ভারতীয় বিজ্ঞানী
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement