Bumble: বন্ধ হয়ে যেতে পারে Bumble অ্যাকাউন্ট! মানতে হবে নীতি, কঠোর হচ্ছে ডেটিং অ্যাপ
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
২০২৩ সালে Bumble এবং Badoo-র প্রায় ৮.২ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে দাবি। এগুলির বেশির ভাগই নীতি উল্লঙ্ঘন করায় স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়েছে।
ক্রমাগত উন্নতি হচ্ছে প্রযুক্তি। আর সেই উন্নতির ফাঁক গলে জাল বিস্তার করছে দুষ্কৃতীরা। প্রতারণা আর তথ্য ফাঁসের মতো অপরাধ রুখতে কড়া পদক্ষেপ করছে বিভিন্ন সংস্থা। সম্প্রতি Bumble Inc-র তরফেও একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। এই সংস্থার অধীনে রয়েছে Bumble, Bumble for Friends, এবং Badoo-এর মতো সামাজিক মাধ্যম।
সংস্থার দাবি, সদস্যদের নিরাপত্তা এবং সহৃদয় অনুভব দেওয়ার জন্যই তারা নীতি উন্নত করতে চাইছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে কোন ধরনের বিষয়বস্তু এবং আচরণ গ্রহণযোগ্য নয়। কী কী নির্দেশিকা জারি করা হয়েছে, দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
১. নতুন নির্দেশিকায় কৃত্রিম ভাবে অটোমেশন বা স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে সংযোগ স্থাপন, ম্যাচিং, কথোপকথন চালানো বা ব্যস্ত রাখার প্রচেষ্টাকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
advertisement
২. বুলিইং অ্যান্ড অ্যাবিউসিভ কনটেন্ট পলিসি-তেও পরিবর্তন আনা হচ্ছে। এক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের ম্যালিসিয়াস শেয়ারিং সনাক্ত করা হবে। Bumble-ই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে, ব্লেমিং বা শেমিং সংক্রান্ত নীতি রয়েছে।
৩. Bumble Inc. জানিয়েছেন যেকোনও রকম অবাঞ্ছিত শারীরিক যোগাযোগ বা শারীরিক যোগাযোগের চেষ্টাকে যৌন উৎপীড়নের ধারায় ফেলা হবে।
৪. প্রাপ্তবয়স্কদের জন্য যৌন বিষয়বস্তু দেখানো, বিজ্ঞাপন বা কেনাবেচার ক্ষেত্রে ‘ব্ল্যাঙ্কেট ব্যান’-এর ব্যবস্থা করা হয়েছে।
advertisement
নির্দেশিকা উল্লঙ্ঘন করলে ব্যবহারকারীরা Bumble Inc.-এর যেকোনও প্ল্যাটফর্মে তাদের অ্যাক্সেস হারাতে পারেন। সংস্থার তরফে দাবি করা হয়েছে, আগামী দিনে নতুন যেকোনও রকম ঝুঁকি তৈরি হলে তার মোকাবিলা করতে নিজেদের উন্নত করে নেবে সংস্থা।
advertisement
Bumble Inc-র প্রতিষ্ঠাতা, সিইও হুইটনি উলফ হার্ড বলেন, ‘আমাদের সমস্ত কাজেই পরস্পরের প্রতি উদারতা এবং শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। আমরা এমন কঠোর নীতি নির্ধারণ করতে পেরে গর্বিত৷’
এই সব নির্দেশিকা কার্যকর করার আগে কয়েক বছর ধরে মেশিন লার্নিং মডেলগুলি ব্যবহার করেছে Bumble। ব্যবহারকারীদের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। দেখা গিয়েছে প্রায় ১০০টিরও বেশি ক্ষেত্রে ভাষার সাহায্যে হয়রানি করা হয়েছে, পরিচয়-ভিত্তিক ঘৃণা ছড়ানো হয়েছে বা অনুপযুক্ত বিষয়বস্তু রাখা হয়েছে। ২০২৩ সালে Bumble এবং Badoo-র প্রায় ৮.২ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে দাবি। এগুলির বেশির ভাগই নীতি উল্লঙ্ঘন করায় স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 4:04 PM IST