BSNL গ্রাহকদের জন্য সুখবর! চালু হয়ে গেল eSIM পরিষেবা, সুবিধা হবে অনেক
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
BSNL : আসলে অগাস্টে বাছাই করা কিছু এলাকায় eSIM সাপোর্ট পরিষেবা শুরু করেছে জনপ্রিয় এই টেলিকম সংস্থা। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই eSIM সাপোর্ট বর্তমানে পাওয়া যাচ্ছে একাধিক ডিভাইসেই।
কলকাতা: চলতি মাসের গোড়ার দিকেই সাবস্ক্রাইবার বা ব্যবহারকারীদের সুবিধার্থে নিজেদের নেটওয়ার্কে কিছু নয়া পরিষেবা অন্তর্ভুক্ত করেছে BSNL। আসলে অগাস্টে বাছাই করা কিছু এলাকায় eSIM সাপোর্ট পরিষেবা শুরু করেছে জনপ্রিয় এই টেলিকম সংস্থা। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই eSIM সাপোর্ট বর্তমানে পাওয়া যাচ্ছে একাধিক ডিভাইসেই। আর নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমেই এই সুবিধা দিচ্ছে সংশ্লিষ্ট টেলিকম অপারেটর।
BSNL-এর বক্তব্য, eSIM পরিষেবা আসার ফলে ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসে ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন তো অ্যাক্সেস করতেই পারবেন। সেই সঙ্গে নিজেদের স্মার্টফোন এবং উয়্যারেবলে IoT-রেডি কানেক্টিভিটি এবং ঝঞ্ঝাটমুক্ত অভিজ্ঞতা লাভ করতে পারবেন। Google এবং Apple-এর মতো ব্র্যান্ডগুলি নিজেদের ডিভাইসে eSIM সাপোর্টের সুবিধা প্রদান করে থাকে। ফলে যাঁরা আর ফিজিক্যাল সিম কার্ডের ঝামেলায় যেতে চাইছেন না, তাঁদের জন্য একটা দুর্দান্ত বিকল্প হতে চলেছে BSNL।
advertisement
BSNL eSIM পরিষেবা চালু: কোথায় কোথায় এটি কাজ করবে এবং কীভাবেই বা এটি পাওয়া যাবে? BSNL eSIM পরিষেবা আপাতত পাওয়া যাচ্ছে তামিলনাড়ুতে। আর খুব শীঘ্রই অন্যান্য রাজ্যগুলিতেও মিলবে এই পরিষেবা। অন্যান্য শহরে eSIM চালু করার স্পষ্ট কোনও টাইমলাইনের বিষয়ে জানায়নি সংশ্লিষ্ট অপারেটর।
advertisement
আরও পড়ুন- কী লিখবেন আর কীভাবেই বা লিখবেন? এবার সেটাও বলে দেবে WhatsApp! শীঘ্রই আসছে নয়া ফিচার
নিজের ডিভাইসের জন্য যাঁরা BSNL eSIM ব্যবহার করতে চাইবেন, তাঁদের জন্য রয়েছে সহজ প্রক্রিয়া। যাতে অনায়াসে ব্যবহারকারীরা নিজেদের জন্য এই পরিষেবা নিতে পারেন। ফলে BSNL eSIM-এ যাঁরা স্যুইচ করতে চান, তাঁদের নিকটবর্তী BSNL সার্ভিস সেন্টারে যেতে হবে। তবে তাঁদের নিজেদের সঙ্গে রাখতে হবে একটি eSIM-কম্প্যাটিবল ফোন অথবা ঘড়ি। সেই সঙ্গে ডিজিটাল KYC ভেরিফিকেশনের জন্য একটি বৈধ আইডি কার্ডও রাখতে হবে। এরপর অপারেটরের কাছ থেকে ব্যবহারকারী পেয়ে যাবেন একটি QR। সংস্থার eSIM প্রোফাইল ব্যবহার করতে সেই QR-টিকে সেটআপ করতে হবে ডিভাইসে।
advertisement
BSNL eSIM: প্রত্যেকেই কি এটা পাবেন?
BSNL-র তরফে জানানো হয়েছে যে, বিদ্যমান তথা নতুন সাবস্ক্রাইবাররা নিজেদের ডিভাইসের জন্য এই eSIM ফেসিলিটি নিতে পারবেন। তবে ব্যবহারকারীর জন্য একটি ফিজিক্যাল সিম থেকে eSIM-এ ট্রান্সফার বিনামূল্যে হবে না কি তার জন্য কোনও চার্জ দিতে হবে, সেই প্রসঙ্গে কোম্পানির তরফে কিছু বলা হয়নি।
যদিও বেশ কয়েক বছর পরেই নিজেদের নেটওয়ার্কে BSNL এই eSIM সাপোর্ট আনল। সেই সঙ্গে এই টেলিকম সংস্থাও Jio, Airtel এবং Vi-এর মতো টেলিকম সংস্থাগুলির তালিকায় নিজেদের নাম লেখাল। এই অন্যান্য টেলিকম সংস্থাগুলির অবশ্য eSIM পাওয়ার প্রক্রিয়াটি বেশ সহজ। তবে কীভাবে সেই সিস্টেম কাজ করবে, সেটা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে।
advertisement
ভারতে eSIM ব্যবহার করার ক্ষেত্রে যে মূল চ্যালেঞ্জ রয়েছে, সেটি হল একাধিক ডিভাইসে মুভ করা। যেটি আদতে সহজ হওয়া দরকার। কিন্তু এখনও পর্যন্ত অপারেটররা সেই বিষয়টি আনতে পারেনি। প্রসঙ্গত, আপাতত সারা দেশে BSNL নিজেদের 5G নেটওয়ার্ক তৈরি করার কাজে ব্যস্ত। মোবাইল গ্রাহকদের জন্য খুব শীঘ্রই এটি লঞ্চ হবে। ফলে তাঁরা আরও নানা বিকল্প পাবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 4:15 PM IST