WhatsApp New Feature: কী লিখবেন আর কীভাবেই বা লিখবেন? এবার সেটাও বলে দেবে WhatsApp! শীঘ্রই আসছে নয়া ফিচার
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp-এ আসছে নতুন এআই রাইটিং হেল্প অ্যাসিস্ট্যান্ট। এই ফিচারের সাহায্যে মেসেজকে আরও পেশাদার, সহজ অথবা মজার করে পাঠানো যাবে, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে
সারা বিশ্বে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। আর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন নতুন ফিচার এনে থাকে এই প্ল্যাটফর্ম। বর্তমানে iPhone ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ টুল টেস্ট করছে সংশ্লিষ্ট সংস্থা। যার নাম AI Writing Help Assistant। আপাতত বিটা ভার্সনে এই ফিচার টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। আসন্ন সময়ে তা সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। এই ফিচারের সবথেকে বিশেষ বিষয়টি হল - কোনও মেসেজ পাঠানোর আগে মেসেজটিকে আরও একটু উন্নত করার বিকল্প দিচ্ছে এটি।
advertisement
WABetaInfo-র রিপোর্টে বলা হচ্ছে যে, Writing Help টুলের সাহায্যে ব্যবহারকারী যে মেসেজই লিখবেন, তা ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী এডিট করে দেবে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, কারও মেসেজ যদি একটু জটিল হয়, তাহলে সেই মেসেজটিকে সহজবোধ্য এবং স্বচ্ছ করে তুলতে পারবে এই ফিচারটি। অফিসের কাজের জন্য কেউ কোনও মেসেজ লিখলে তার মধ্যে আরও পেশাদারিত্বের ছোঁয়া এনে দেবে এটি।
advertisement
advertisement
এই ফিচারের জন্য চ্যাট বক্সের মধ্যে একটি নতুন পেন আইকন ভেসে উঠবে। তাতে ট্যাপ করার পরে ব্যবহারকারীর লেখা ড্র্যাফ্ট WhatsAp-এর সিকিওর সিস্টেমে চলে যাবে। সেখান থেকে ব্যবহারকারীরা একাধিক বিকল্প পেয়ে যাবেন। ফলে ব্যবহারকারী নিজের লেখা আসল মেসেজ অথবা এআই দ্বারা প্রদত্ত নতুন ভার্সনটি পাঠানোর বিকল্প পেয়ে যাবেন।
advertisement
এবার ব্যবহারকারীদের মনে আসা সবথেকে বড় প্রশ্ন হল, এটা কি গোপনীয়তা বা প্রিভেসির উপর কোনও প্রভাব ফেলবে? তবে WhatsApp-এর তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, এই ফিচারটি একটি প্রাইভেট প্রসেসিং সিস্টেমের উপর চলে। যার অর্থ হল, ব্যবহারকারীর মেসেজ পড়তে পারবে না WhatsApp কিংবা এটি Meta-র সার্ভারেও সেভ থাকবে না।
advertisement
advertisement
advertisement