ফের আর্কষণীয় অফার নিয়ে এল জিও, চোখের পলকে ডাউনলোড করা যাবে সিনেমা

Last Updated:

জিও-র ফ্রি জমানা শেষ হয়ে গিয়েছে তো কী হয়েছে? একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷

#মুম্বই:  যেমনটি বলেছিল, তেমনটিই করছে জিও ! মাঝে মধ্যেই গ্রাহকদের চমক দিতে নিয়ে আসছে নতুন নতুন অফার ৷ জিও-র ফ্রি জমানা শেষ হয়ে গিয়েছে তো কী হয়েছে? একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ সব নেটওয়ার্ককে মাত দিতে জি-র অফারগুলো একেবারেই তুরুপের তাস ৷ এই যেমন জিও এবার নিয়ে আসল আরও একটি নতুন অফার৷ প্রথমে সস্তায় ডেটা প্যাক নিয়ে এসে হইচই ফেলে দিয়েছিল জিও ৷
এবার জিও আনছে আরও একটি পরিষেবা।অবশেষে চালু হতে চলেছে জিওর ব্রডব্যান্ড পরিষেবা। সংস্থার তরফে জানানো হয়েছে, মোবাইল ডেটার পর ব্রডব্যান্ডে অনেক কম মূল্যে এবং বেশি স্পিডে ডেটা আপলোড ও ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা।
তিনটি প্ল্যান এনেছে জিও। বেসিক প্ল্যানের মধ্যে ৫০০ টাকায় ৬০০ জিবি ডেটা।পরীক্ষামূলকভাবে দিল্লি ও মুম্বইতে চালু করা হবে এই পরিষেবা ৷ পরে দেশের অন্যান্য বড় শহরে গ্রাহকরা ব্রডব্যান্ডের সুবিধা পাবেন ৷ থাকছে ৫০ Mbps থেকে ৬০০ Mbps ইন্টারনেট স্পিডের ব্যবস্থা। এখনও পর্যন্ত এত স্পিড কোনও সংস্থা দেয়নি ৷ অথার্ৎ মহূর্তের মধ্যে ছবি, ভিডিও, গেম ডাউনলোড করা যাবে। এছাড়াও থাকছে সিলভার, গোল্ড ও প্ল্যাটিনাম শ্রেণির তিনটি অফার থাকছে  ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফের আর্কষণীয় অফার নিয়ে এল জিও, চোখের পলকে ডাউনলোড করা যাবে সিনেমা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement