boAt আনছে নতুন ইয়ারবাড! একবার চার্জে চলবে ১২০ ঘণ্টা, দামও বেশ সস্তা
- Published by:Suman Majumder
Last Updated:
boAt-এর নতুন ইয়ারবাড। কম দামে অনেক ফিচার্স।
কলকাতা: নিত্য নতুন স্মার্টফোন যেমন লঞ্চ হচ্ছে বাজারে। তেমনই তার সঙ্গে আসছে নানা ধরনের অ্যাকসেসারিজ। যা আসলে যে কোনও প্রযুক্তিগত অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলতে সাহায্য করে। এমন একটি গ্যাজেট অবশ্যই ব্লু-টুথ ইয়ারবাড। নানা ধরনের সংস্থা নানা রকম স্পিকারের পাশাপাশি ইয়ারবাডও আনছে বাজারে, প্রায় প্রতিদিন।
এবার boAt লঞ্চ করছে তার নতুন ইয়ারবাড। আসলে সংস্থাটি ভারতে তার পোর্টফোলিও সম্প্রসারিত করতে চলছে। সেই সূত্রেই ইয়ারবাড Nirvana Ion লঞ্চ করেছে তারা।
আরও পড়ুন- এক টন, ২ টন! এসি কিনতে গেলে শুনতে হয় এই 'টন' শব্দটি, এর মানে কী? জেনে নিন
এই নতুন বাডগুলিতে হাইফাই ডিএসপি চালিত ক্রিস্টাল বায়োনিক সাউন্ড দেওয়া হয়েছে। সংস্থাটি দাবি করেছে যে চার্জিং কেস-সহ এই বাডগুলি একবার চার্জ হলে পুরো ১২০ ঘন্টা চালানো যেতে পারে।
advertisement
advertisement
দেখে নেওয়া যাক এর কী কী ফিচার রয়েছে—
BoAt Nirvana Ion TWS-এর দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। গ্রাহকরা এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারেন। অথবা, Amazon, Flipkart, Myntra, Vijay Sales, Croma এবং Reliance Digital থেকেও কিনতে পারন। সাদা এবং কালো—এই দু’টি রঙে পাওয়া যাবে। সঙ্গে থাকছে এক বছরের ওয়ারেন্টি।
advertisement
নতুন এই ইয়ারবাডে ১০মিমি ড্রাইভার দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ইন-ইয়ার ডিটেকশনের ফিচারও। ব্লুটুথ v5.2 সাপোর্ট এবং HIFI DSP 5 চালিত ক্রিস্টাল বায়োনিক সাউন্ড রয়েছে।
ব্যবহারকারীরা এই ডিভাইসে ডুয়াল ইকিউ মোড, বোট ব্যালান্সড এবং সিগনেচার সাউন্ডের মতো ফিচারও পাবেন। এই ডিভাইসে একটি বিস্ট মোডও দেওয়া হয়েছে।
এই মোড ৬০ms পর্যন্ত কম লেটেন্সি অফার করে। BoAt Nirvana Ion TWS-এ রয়েছে একটি ৬০০mAh ব্যাটারি এবং বাডগুলিতে রয়েছে ৭০mAh ব্যাটারি। ব্যবহারকারীরা চার্জিং কেস-সহ মোট ১২০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন।
advertisement
আরও পড়ুন- WhatsApp-এ সকাল সকাল 'Good Morning' মেসেজ পাঠান! এবার সাবধান
view commentsপাশাপাশি এই বাডগুলি একক চার্জে ২৪ ঘণ্টা চলতে পারে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে এই ডিভাইসে ASAP ফাস্ট চার্জিং সমর্থিত হয়েছে। এটি জল এবং ধুলো প্রতিরোধী, এজন্য এতে রয়েছে IPX4 রেট।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 7:34 PM IST

