লাক্সারি কার উত্পাদনের জন্য বিশ্বজোড়া নাম রয়েছে BMW-র। তবে তারা তলে তলে দুচাকা উত্পাদনেও যথেষ্ট সুনাম কুড়িয়েছে।
BMW কিছুদিন আগেই ভারতের বাজারে তাদের C 400 GT স্কুটার লঞ্চ করেছে। খুবই পাওয়ারফুল এই স্কুটার। এই স্কুটারের ইঞ্চিন ৩৫ বিএইচপি পাওয়ার ও ৩৪ এন এম পিক টর্ক জেনারেট করবে।
৩৫০ সিসির এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩৯ কিমি। এই স্কুটারের বিশেষত্ব হল, রাইডার হেলমেট না পরলে এই স্কুটার স্টার্ট হবে না।
এই স্কুটার গতির দিক থেকে যে কোনও পাওয়ারফুল মোটরসাইকেলকে টেক্কা দেবে। দাম রাখা হয়েছে ১০.৪০ লাখ টাকা।
এই স্কুটারের হ্যান্ডেল-এর দুদিকেই ড্যাশবোর্ড রয়েছে। সিটের নিচে হেলমেট রাখার প্লেটকেস রয়েছে। হেলমেট রাখার পর সেটি খোলা থাকলে স্কুটার আর স্টার্ট নেবে না।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।