BMW C 400 GT Scooter: কী আশ্চর্য! রাইডার হেলমেট না পরলে স্টার্ট নেবে না এই স্কুটার!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
BMW C 400 GT Scooter: হেলমেট না পরলে স্টার্ট নেবে না! এ আবার কেমন স্কুটার!
লাক্সারি কার উত্পাদনের জন্য বিশ্বজোড়া নাম রয়েছে BMW-র। তবে তারা তলে তলে দুচাকা উত্পাদনেও যথেষ্ট সুনাম কুড়িয়েছে।
BMW কিছুদিন আগেই ভারতের বাজারে তাদের C 400 GT স্কুটার লঞ্চ করেছে। খুবই পাওয়ারফুল এই স্কুটার। এই স্কুটারের ইঞ্চিন ৩৫ বিএইচপি পাওয়ার ও ৩৪ এন এম পিক টর্ক জেনারেট করবে।advertisement
৩৫০ সিসির এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩৯ কিমি। এই স্কুটারের বিশেষত্ব হল, রাইডার হেলমেট না পরলে এই স্কুটার স্টার্ট হবে না।advertisement
advertisement
এই স্কুটার গতির দিক থেকে যে কোনও পাওয়ারফুল মোটরসাইকেলকে টেক্কা দেবে। দাম রাখা হয়েছে ১০.৪০ লাখ টাকা।
এই স্কুটারের হ্যান্ডেল-এর দুদিকেই ড্যাশবোর্ড রয়েছে। সিটের নিচে হেলমেট রাখার প্লেটকেস রয়েছে। হেলমেট রাখার পর সেটি খোলা থাকলে স্কুটার আর স্টার্ট নেবে না।Location :
First Published :
April 16, 2022 5:26 PM IST

