বাজারে আসছে গতিমান ব্লুটুথ ৫

Last Updated:

অ্যাপসের ঠেলায় মোবাইলেন নীল দাঁত থুড়ি ব্লুটুথ বড্ড দুর্বল ৷ ফাইল হোক বা ছবি, কিংবা গোটা একটা সিনেমা সবই এক মোবাইল থেকে আরেক মোবাইলে পাঠাতে ‘শেয়ারইট অ্যাপ’, ‘ফেসবুক’, ‘হোয়াটসঅ্যাপ’ ৷

#লন্ডন: অ্যাপসের ঠেলায় মোবাইলেন নীল দাঁত থুড়ি ব্লুটুথ বড্ড দুর্বল ৷ ফাইল হোক বা ছবি, কিংবা গোটা একটা সিনেমা সবই এক মোবাইল থেকে আরেক মোবাইলে পাঠাতে ‘শেয়ারইট অ্যাপ’, ‘ফেসবুক’, ‘হোয়াটসঅ্যাপ’ ৷ তবে ব্লুটুথ কিন্তু মোবাইলে শেয়ার ব্যাপারটার জন্মদাতা ৷ তাই পুরনো ব্লুটুথকে আরও জোড়ালো, গতিমান করতে বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে ব্লুটুথ ৫!
১৬ জুন লন্ডনের বাজারে আত্মপ্রকাশ ঘটবে এই ব্লুটুথ ৫-এর ৷ লন্ডনের প্রযুক্তিবিদ মার্ক পাওয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, ব্লুটুথ ৫-কে সাহায্য করছে অ্যাপল, ইন্টেল, মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠান গুলো ৷
পাওয়েল তাঁর বিবৃতিতে জানিয়েছে, ব্লুটুথ ৫ আগের যেকোনও সংস্করণ থেকে বেশি গতিতে কাজ করবে ৷ শুধু তাই নয়, আগের তুলনায় এটি বেশি জায়গা জুড়েও কাজ করবে ৷ পাওয়েলের কথায়, ইন্টারনেট যেখানে কাজ করে না, সেখানে ব্লুটুথ ছাড়া ফাইল শেয়ারের কোনও অপশন নেই ৷ তাই ইন্টারনেট যেখানে কাজ করে না, সেখানে ব্লুটুথকে আরও শক্তিশালী ও গতিমান করতে নতুন এই ব্লুটুথ ৫ ৷ পাওয়ালের কথায়, ফাইল শেয়ারের সময় ২ এমবিপিএস গতি পাওয়া যাবে এই ব্লুটুথ ৫-এ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে আসছে গতিমান ব্লুটুথ ৫
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement