Big Offer: দামি ফোন, বড় ফিচার্স এবার মিলছে জলের দামে, ৩৩৯৯ টাকা কিনুন স্মার্টফোন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
যাঁরা এই বিগ অফার (Big Offer) পেতে চান তাহলে দ্রুত কার্ট ২৪ সাইটে যেতে হবে৷এখানে বিভিন্ন ব্র্যান্ডের দুর্দান্ত সব ফোন (Cheap SmartPhone) পাওয়া যাচ্ছে৷ এই অফারের লাভ সমাপ্ত হওয়ার আগে এই ফায়দা নিয়ে নিতে হবে৷
#কলকাতা: ভারতে স্মার্টফোন (SmartPhone) ব্যবহারকারী সংখ্যা দ্রুত গতিতে প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ এই কারণেই গ্রাম ও মফঃস্বলে দ্রুত গতিতে ডিজিটাল টেকনোলজি পৌঁছে যাচ্ছে৷ স্মার্টফোন খুব কম সময়েই সারা পৃথিবীতে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে এই স্মার্টফোন (SmartPhone)৷ ফলে এখন সস্তায় কার্যকারী ফোনের প্রয়োজন অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ছে৷ তরুণ প্রজন্ম সস্তায় অনেক ফিচার্সওয়ালা (Cheap SmartPhone) ফোন খুঁজছে৷
অনেকেই এখন বিভিন্ন অনলাইন সাইট থেকে সেলে-র সময় বিভিন্ন ধরণের ফোন কেনেন৷ অনলাইনে যাঁরা ফোন কেনেন তারা যদি www.cart24.co.in যান তাহলে নিরাশ হবেন না (Big Offer)৷ এখানে ১০, ৯৯৯ টাকার ফোন মাত্র ৩৯৯৯ টাকায় পাওয়া যায়৷
যাঁরা এই বিগ অফার (Big Offer) পেতে চান তাহলে দ্রুত কার্ট ২৪ সাইটে যেতে হবে৷এখানে বিভিন্ন ব্র্যান্ডের দুর্দান্ত সব ফোন (Cheap SmartPhone) পাওয়া যাচ্ছে৷ এই অফারের লাভ সমাপ্ত হওয়ার আগে এই ফায়দা নিয়ে নিতে হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন - Viral News: কোথা থেকে পেলেন এত সৌন্দর্য্য, Urfi Javed-র মা ও বোনের অপূর্ব রূপ দেখলে চোখ ফেরানো যাবে না
প্রতিটা কেনা কাটায় ক্যাশব্যাক-
গ্রাহকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন অফার দিচ্ছে৷ এখানে প্রধান আকর্ষণ করার বিষয় হল প্রতিটা কেনাকাটায় ৫০০ টাকা অবধি ক্যাশব্যাক দিচ্ছে৷ অর্ডার কনফার্ম হলে ইমেলে কুপন কোডের মাধ্যমে ফিরে আসবে৷ যা দিয়ে পরে আপনি অন্য কেনাকাটা করতে পারবেন৷ তাই অর্ডার বুক করার সময় আপনাকে নিজের ইমেল আইডি দিতে হবে৷
advertisement
স্ক্র্যাচ ও উইন অফার-
CART24 -র ওয়েবসাইটে স্ক্র্যাচ ও উইন গিয়ে নিজের ইমেল দিতে হবে, তাতে আপনার ভাগ্য পরীক্ষা করে দেখতে পারবেন৷ এরপর যে স্ক্র্যাচ কুপন পাবেন তাতে ১০ থেকে ৯০ শতাংশ অবধি ছাড় পাবেন যে প্রডাক্টটি কিনছেন তার ওপর৷
advertisement
নিয়ম ও শর্ত-
১) অফারের দ্বারা কেনা প্রডাক্ট কোনওভাবেই ফেরত হবে না৷
২) প্রডাক্টে ভাঙাচোরা থাকলে তা বদলাতে হবে৷
৩) স্ক্র্যাচ ও উইনে পাওয়া যাবে সব ইলেকট্রনিক্স প্রডাক্ট রিফবিশিং সেকেন্ড হ্যান্ড প্রডাক্ট হয়৷
৪) কোনও প্রডাক্ট পছন্দ না হলে পয়সা ফেরত হবে না৷ এই টাকা অন্য ডিলে দিয়ে দেওয়া হবে৷ এরজন্য আপনাকে কুপন কোড দেওয়া হবে৷
advertisement
কোভিড ১৯-র কারণে শিপিং এবং ডেলিভারি সামাণ্য বেশি সময় লাগতে পারে৷ সাধারণত ৮ থেকে ১৫ দিন অবধি লাগতে পারে৷ তাই নিজের প্রয়োজনের সময় একটু হাতে নিয়ে জিনিস অর্ডার করতে হবে৷
Location :
First Published :
February 04, 2022 10:13 AM IST