কষ্ট করার দিন শেষ! এবার ঘর ঝেড়ে-মুছে একদম ঝকঝকে করে দেবে রোবোট
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
robot vaccum cleaner: পাখা হোক বা টিভি, ঘড়ি হোক বা চশমা— সবই ক্রমশ স্মার্ট হয়ে উঠছে। আজকাল ঘর পরিষ্কার করার জন্যও ছোট আকারের স্মার্টরোবট পাওয়া যাচ্ছে।
কলকাতা: ঘর ভর্তি ধুলো আর বালি কিচকিচ করার দিন শেষ হয়ে গিয়েছে। পরিশ্রমও আর করতে হবে না নিজেকে। বরং সেসব কাজ দিব্যি সেরে রাখতে পারবে রোবোট। এক দশক আগেও কলকাতা বা ভারতের অন্যত্র এমন একটা কথা শুনলে কল্পবিজ্ঞান বলে মনে হতে পারত। কিন্তু সেই কল্পনাই আজ বাস্তব।
এখন বাজারে নানা রকম স্মার্ট পণ্য পাওয়া যায়। পাখা হোক বা টিভি, ঘড়ি হোক বা চশমা— সবই ক্রমশ স্মার্ট হয়ে উঠছে। সেই ভাবে আজকাল ঘর পরিষ্কার করার জন্যও ছোট আকারের স্মার্টরোবট পাওয়া যাচ্ছে। তারা সহজেই ঘর পরিষ্কার করে। জেনে নেওয়া যাক এর কার্যকারিতা সম্পর্কে—
একটু খুঁজলেই বাজারে পাওয়া যাবে নানা ধরনের স্মার্ট রোবট ক্লিনার। যেমন ধরা যাক Realme TechLife রোবট ভ্যাকুয়াম ক্লিনারের কথা। নিমেষে ঘর পরিষ্কার করে দিতে পারে এই রোবোট ক্লিনার মালিকের আঙুলের ইশারায়।
advertisement
advertisement
আরও পড়ুন- নেটওয়ার্ক আছে, তবুও ফোন যাচ্ছে না! চট করে দেখুন মোবাইলে এই সমস্যা নেই তো
গ্রাহকরা এই স্মার্ট ভ্যাকুয়াম ক্লিনারটি কোম্পানির নিজস্ব সাইট থেকে কিনতে পারেন মাত্র ২৪,৯৯৯ টাকায়। এই স্মার্ট ভ্যাকুয়াম ক্লিনারটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করে ফেলার ক্ষমতা রাখে।
কখন কোন দিকে ঘুরতে হবে তা বোঝার জন্য এই ডিভাইসে রয়েছে নেভিগেশন লেজার। এর সঙ্গে এতে ৫,২০০mAh-এর একটি বড় ব্যাটারি, যাতে এটি দীর্ঘ সময় কাজ করতে পারে। এটি Realme Link অ্যাপের মাধ্যমে সংযোগ করা যায়। অর্থাৎ দূরবর্তী থেকেও সহজেই পরিচালনা করা যেতে পারে এই রোবোট ক্লিনারকে।
advertisement
শুধু তাই নয়, এতে রয়েছে আরও দু’টি স্মার্ট বিষয়। Google Assistant হোক বা Amazon Alexa, যে কোনও একটি বেছে নিয়ে ভয়েস কমান্ডের মাধ্যমেও কাজ করা যেতে পারে।
আরও পড়ুন- হুহু করে ঠাণ্ডা হবে গরমের ঘর, এল সুখবর, মাত্র ১৫ হাজার টাকায় পাবেন শান্তি
শুধু ধুলোবালি পরিষ্কার করাই নয়। একেবারে নিখুঁত ভাবে ঘর মুছেও দিতে পারে এই গ্যাজেট। কারণ এতে রয়েছে একটি বড় জলের ট্যাঙ্কও। আবার ব্যবহারকারী চাইলে মোছার কাজ বন্ধও রাখতে পারেন। সেক্ষেত্রে ‘নো মোপিং এরিয়া’ সেট করে নিতে হবে কাস্টোমাইজেশনের মাধ্যমে।
advertisement
ছোট্ট রোবটটি সহজেই তার স্মার্ট ম্যাপিংয়ের মাধ্যমে প্রতিটি কোণ পরিষ্কার করতে পারে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 4:27 PM IST