বছর শেষ হওয়ার আগেই ঘরে আনুন মনপসন্দ স্মার্ট টিভি! নামমাত্র দামে মিলছে এই সেলে
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
স্মার্টফোন থেকে ইলেকট্রনিক্স সহ আরও অনেক ক্যাটাগরিতে মিলছে দুর্দান্ত ডিসকাউন্ট। যে সকল গ্রাহকরা দীর্ঘদিন ধরে স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন এবারে তাঁদের স্বপ্ন সফল হতে চলেছে।
নতুন বছরের প্রাক্কালে আবার হাজির হয়েছে ফ্লিপকার্টের ইয়ার এন্ড সেল। গ্রাহকরা অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ উভয় থেকেই এই সেলের সুবিধা পেতে পারেন। তবে আর দেরি করলে চলবে না, কেন না ফ্লিপকার্টের এই ধামাকাদার ইয়ার এন্ড সেল শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর।
কী না রয়েছে এই সেলে- স্মার্টফোন থেকে ইলেকট্রনিক্স সহ আরও অনেক ক্যাটাগরিতে মিলছে দুর্দান্ত ডিসকাউন্ট। যে সকল গ্রাহকরা দীর্ঘদিন ধরে স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন এবারে তাঁদের স্বপ্ন সফল হতে চলেছে। ফ্লিপকার্টের সেলে নামমাত্র দামে মিলছে দুর্দান্ত সব স্মার্ট টিভির কালেকশন। এবারে জেনে নেওয়া যাক ফ্লিপকার্টের সেলে উপলব্ধ সেরা টিভির ডিল সম্পর্কে, যাতে মাত্র ২৫ হাজার টাকারও কমে বাড়িতে আনা যাবে দারুন সব স্মার্ট টিভি।
advertisement
advertisement
Mi 5A Full HD LED স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি: Mi-এর ৪০ ইঞ্চি ফুল এইচডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ফ্লিপকার্টের সেলে পাওয়া যাচ্ছে মাত্র ২১ হাজার ৯৯৯ টাকায়। ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা টিভির ক্রয়মূল্যের উপর প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর সঙ্গে এক্সচেঞ্জ অফারের অধীনে গ্রাহকরা ১১ হাজার টাকার ছাড়ও পাবেন।
advertisement
OnePlus Y1 Full HD LED স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি: OnePlus Y1 ৪০ ইঞ্চি ফুল এইচডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির দাম মূল্য মাত্র ২১ হাজার ৯৯৯ টাকা। গ্রাহকরা এতে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, তবে এর জন্য গ্রাহকদের আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে। এরই সঙ্গে এই ডিলে থাকছে এক্সচেঞ্জ অফারের সুবিধে। এক্সচেঞ্জ অফারের অধীনে ১১ হাজার টাকার ছাড়ও পাওয়া যাবে।
advertisement
OnePlus Y1S HD LED স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি: এই ৪৩ ইঞ্চির বেজেল-লেস অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটি গ্রাহকদের জন্য ফ্লিপকার্ট নিয়ে এসেছে মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকায়। আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিতে গ্রাকরা ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এরই সঙ্গে এতে এক্সচেঞ্জ অফারের অধীনে ১৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। প্রসঙ্গত ওয়ানপ্লাসের এই সেটটি 60Hz রিফ্রেশ রেটের ফিচার সহ উপলব্ধ।
advertisement
Realme Full HD LED স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি: Realme-এর ৪০ ইঞ্চি ফুল এইচডি এলিডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ফিল্পকার্টের আকর্ষণীয় সেলে পাওয়া যাচ্ছে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকা মূল্যে। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের অধীনে গ্রাহকরা এই ডিলে ১০ শতাংশ বা ২ হাজার টাকা ছাড় পেতে পারেন। এরই সঙ্গে এক্সচেঞ্জ অফারের অধীনে গ্রাহকরা ১১ হাজার টাকার ডিসকাউন্টও পাবেন।
view commentsLocation :
First Published :
December 27, 2022 11:38 PM IST