বিশ্বের প্রথম CNG বাইক! মাত্র ১০ হাজার টাকায় ঘরে আনুন Bajaj Freedom 125

Last Updated:

Bajaj Freedom bike- ১০ হাজার টাকায় আজকের বাজারে কী-ই বা হয়! Bajaj Freedom 125 হয়। মাত্র ১০ হাজার টাকার ডাউন পেমেন্টেই Bajaj Freedom 125 ঘরে আনতে পারবেন গ্রাহকরা।

News18
News18
কলকাতা: বিশ্বের প্রথম সিএনজি বাইক নিয়ে এসেছে বাজাজ। টু হুইলারের দুনিয়ায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। পেট্রোল, ডিজেল কেনার ঝামেলা নেই। অনেক টাকা বাঁচছে। ফলে লঞ্চের পর থেকেই Bajaj Freedom 125-এর চাহিদা তুঙ্গে।
১০ হাজার টাকায় আজকের বাজারে কী-ই বা হয়! Bajaj Freedom 125 হয়। মাত্র ১০ হাজার টাকার ডাউন পেমেন্টেই Bajaj Freedom 125 ঘরে আনতে পারবেন গ্রাহকরা। তাছাড়া অন্যান্য বাইকের তুলনায় এর মাইলেজও অনেক বেশি বলে দাবি কোম্পানির।
Bajaj Freedom 125-এর দাম: রাজধানী দিল্লিতে Bajaj Freedom 125 NG04 Drum বাইকের এক্স-শোরুম মূল্য ৮৯ হাজার টাকা। তবে অন রোড দাম ১ লাখ ৩ হাজার টাকা পড়তে পারে। তবে অনেকের পক্ষেই পুরো টাকা একসঙ্গে বের করা সম্ভব হয় না। তাঁরা মাত্র ১০ হাজার টাকার ডাউন পেমেন্টে এই বাইক কিনতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন- AC-র এখন হাফ দাম! দুর্দান্ত অফার দিচ্ছে নামী সংস্থা, ২৪ ঘণ্টায় ডেলিভারি
বাকি টাকা ব্যাঙ্ক লোনের মাধ্যমে পাওয়া যাবে। ব্যাঙ্ক গ্রাহককে ৯৩ হাজার ৬৫৭ টাকা পর্যন্ত লোন হিসেবে দেবে। যদি কেউ ৩ বছর মেয়াদে এই লোন নেন, তাহলে প্রতি মাসে ৩ হাজার টাকার ইএমআই দিতে হবে।
advertisement
শহুরে রাস্তার কথা মাথায় রেখেই বজাজ ফ্রিডম 125 CNG-এর ডিজাইন করা হয়েছে। দেওয়া হয়েছে 125cc-এর শক্তিশালী ইঞ্জিন। রয়েছে গোলাকার হেডলাইট (টপ ও মিড মডেলে LED, আর বেস মডেলে হ্যালোজেন), লম্বা সিট। এমনভাবে তৈরি যে চালক দীর্ঘক্ষণ টানা চালাতে পারেন। কোনও অসুবিধা হবে না।
ডিস্ক LED ভেরিয়েন্টে স্মার্টফোন কানেক্টিভিটি-সহ রিভার্স LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে অন্য দুটি মডেলে থাকছে শুধু সাধারণ LCD ডিসপ্লে। কোম্পানির দাবি অনুযায়ী, এই বাইক ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক এবং ২ কেজি সিএনজি সিলিন্ডার নিয়ে একবারে প্রায় ৩৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
advertisement
আরও পড়ুন- কোন রঙের গাড়ি ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয়? ৯৯% মানুষ জানেন না সঠিক উত্তর
বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবরোখেবড়ো রাস্তাতেও আরামদায়ক রাইডিংয়ের অভিজ্ঞতা পান চালক। এতে ১৭ ইঞ্চির ফ্রন্ট ও ১৬ ইঞ্চির রিয়ার হুইল রয়েছে। বেস মডেলে ৮০/৯০ ফ্রন্ট ও ৮০/১০০ রিয়ার টায়ার দেওয়া হয়েছে, যা ভাল গ্রিপ ও ব্যালান্স দেয়।
advertisement
চালকের নিরাপত্তার জন্য সব মডেলেই CBS (কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম) দেওয়া হয়েছে। এছাড়া সিএনজি এবং পেট্রোল মোডের মধ্যে পরিবর্তন করার জন্য রয়েছে বিশেষ সুইচ, যার কারণে এই বাইক চালানোও খুব সহজ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিশ্বের প্রথম CNG বাইক! মাত্র ১০ হাজার টাকায় ঘরে আনুন Bajaj Freedom 125
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement