বাজাজ চেতক এবার আরও সস্তা! স্কুটি কেনার প্ল্যান করছেন? দেখে নিন দাম
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Bajaj Chetak- সম্প্রতি চেতক-কে নতুন মোড়কে হাজির করেছে বাজাজ। চেতক ইলেকট্রিক স্কুটার। এটাই এখন সংস্থার সবচেয়ে জনপ্রিয় মডেল। বিক্রিও হচ্ছে ব্যাপক।
কলকাতা: সেটা নব্বইয়ের দশক। তখন স্কুটার মানেই ছিল ‘চেতক’। সুখী পরিবারের একমাত্র বাহন। বাবা অফিসে যাচ্ছেন, মা বাজার করতে বেরোচ্ছেন, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে—এক স্কুটারে গোটা পরিবারের ভরসা তারপর সময় বদলেছে। বাজারে অনেক কোম্পানিই নতুন মডেলের স্কুটার এনেছে। ধীরে ধীরে ম্লান হয়ে গিয়েছে চেতকের মহিমা।
সম্প্রতি চেতক-কে নতুন মোড়কে হাজির করেছে বাজাজ। চেতক ইলেকট্রিক স্কুটার। এটাই এখন সংস্থার সবচেয়ে জনপ্রিয় মডেল। বিক্রিও হচ্ছে ব্যাপক। তবে আরও একটি ইলেকট্রিক স্কুটারের উপর কাজ করছে বাজাজ। একদম গোপনে।
তবে গোপন কথাটি আর গোপন নেই। অন রোড টেস্টিংয়ের সময় ফাঁস হয়ে গিয়েছে। যদিও নতুন মডেলটি ঢেকে রাখাই ছিল। কিন্তু অনুমান করতে বাধা কোথায়! বিশেষজ্ঞরা মনে করছেন, এটা হয়তো চেতকের ভেরিয়েন্ট, কম দামে বাজারে আনা হবে। আবার কারও মতে, বাজাজের নতুন বাজেট ফ্রেন্ডলি মডেলও হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন- গরমে ফ্রিজ কত ‘নম্বরে’ চালানো উচিত জানেন কি…? ভুল ‘সেটিং’ বারোটা বাজাবে খাবারের!
কেমন দেখতে এই নতুন স্কুটার: হেডলাইট আগের মতোই, বড় কোনও পরিবর্তন নেই। সিটিং এরিয়া তুলনায় ছোট এবং কমপ্যাক্ট। ফ্লোরবোর্ডে জায়গা কিছুটা কম রাখা হয়েছে। সামনের অংশে রয়েছে ওভাল আকৃতির মিরর এবং ফর্ক কভার। রিয়ার ডিজাইনে পড টেললাইট যোগ করা হয়েছে, যেখানে চেতকে ছিল ডুয়াল পড ইউনিট। মোটের উপর এই স্কুটার অনেক কমপ্যাক্ট, শহুরে রাস্তায় দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ।
advertisement
বাজাজের নতুন ইলেকট্রিক স্কুটারের হার্ডওয়্যারে বেশ কিছু আপডেট থাকতে পারে। টেস্ট মডেলে ফ্রন্ট ডিস্ক ব্রেক, ডুয়াল রিয়ার শক অ্যাবজর্ভার, দুই চাকাতেই ১২ ইঞ্চির হুইল, ফ্রন্ট অ্যাপ্রোন হুক থাকতে দেখা গিয়েছে। চার্জিং টাইম আরও দ্রুত হতে পারে, যাতে ব্যবহার আরও সুবিধাজনক হয়।
দেওয়া হয়েছে হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর। টপ স্পিড হবে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। চেতকের তুলনায় ছোট ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে। যাতে দাম কম রাখা যায়। টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত ফিচার থাকলে এই স্কুটার ব্যবহার করাও সহজ হবে।
advertisement
আরও পড়ুন- দিনরাত AC চালালেও ‘নো টেনশন’! এই গোপন ট্রিকসেই হু হু করে একধাক্কায় কমবে ইলেকট্রিক বিল
view commentsদাম কত হতে পারে: বর্তমানে বাজাজ চেতকের এন্ট্রি-লেভেল মডেল (2903)-এর দাম ৯৫,৯৯৮ টাকা (এক্স-শোরুম)। নতুন ইলেকট্রিক স্কুটারের দাম এর চেয়ে কম হবে। অনুমান করা হচ্ছে, দাম ৮০ হাজার টাকার (এক্স-শোরুম) আশপাশে থাকতে পারে। যাঁরা বাজেটের মধ্যে উন্নত ফিচার সহ ভাল স্কুটার চান, তাঁদের জন্য এই মডেল আদর্শ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 7:36 PM IST