আবার আসছে 'হুড়িবাবা', ভারতের বাজারে ফিরছে Bajaj Caliber!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ভারতের বাজারে আবার ফিরতে পারে Bajaj Caliber.
'hoodibaba'-র কথা মনে আছে তো! নাকি ভুলে গিয়েছেন! ভারতের মোটরসাইকেল বাজার কাঁপিয়েছিল সেই মডেল। Bajaj Caliber-এর সেই বিজ্ঞাপন হুড়িবাবা ব্যাপক জনপ্রিয় হয়েছিল।
Bajaj Auto এবং Kawasaki মিলে সেই মডেল উত্পাদন করেছিল। ভারতের বাজারে ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিক্রি হয়েছিল বাজাজ ক্যালিবার।
পেট্রোলের চড়া দামের জন্য এখন কম সিসি-র মোটরসাইকেল কেনার দিকে ঝোঁক বেড়েছে মানুষের। আর এই সুযোগে এবার বাজাজ ক্যালিবার মডেল ফেরানোর প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি।advertisement
advertisement
ইতিমধ্যে বাজাজ ক্যালিবার-এর ট্রেডমার্ক ফাইল করেছে সংস্থাটি। অর্থাত্, বাজার কাঁপাতে ফের আসতে পারে হুড়িবাবা। যতদূর জানা যাচ্ছে, ১২৫ সিসি কমিউটার হিসাবে ভারতের বাজারে ফিরতে পারে ক্যালিবার মডেল।advertisement
এন্ট্রি লেভেল কমিউটার হিসাবে ব্যাপক জনপ্রিয় হয়েছিল ক্যালিবার। ১১১.৬ সিসির সেই বাইক বিক্রি হয়েছিল ব্যাপক। তবে একই সেগমেন্টে বাজাজের অনেকগুলে মডেল রয়েছে। ক্যালিবার ফিরলে বাজাজ-এর অন্য মডেলগুলির বিক্রি ধাক্কা খেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।Location :
First Published :
Jul 16, 2021 5:49 PM IST








