আবার আসছে 'হুড়িবাবা', ভারতের বাজারে ফিরছে Bajaj Caliber!

Last Updated:

ভারতের বাজারে আবার ফিরতে পারে Bajaj Caliber.

'hoodibaba'-র কথা মনে আছে তো! নাকি ভুলে গিয়েছেন! ভারতের মোটরসাইকেল বাজার কাঁপিয়েছিল সেই মডেল। Bajaj Caliber-এর সেই বিজ্ঞাপন হুড়িবাবা ব্যাপক জনপ্রিয় হয়েছিল।
Bajaj Auto এবং Kawasaki মিলে সেই মডেল উত্পাদন করেছিল। ভারতের বাজারে ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিক্রি হয়েছিল বাজাজ ক্যালিবার। Bajaj Auto এবং Kawasaki মিলে সেই মডেল উত্পাদন করেছিল। ভারতের বাজারে ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিক্রি হয়েছিল বাজাজ ক্যালিবার।
পেট্রোলের চড়া দামের জন্য এখন কম সিসি-র মোটরসাইকেল কেনার দিকে ঝোঁক বেড়েছে মানুষের। আর এই সুযোগে এবার বাজাজ ক্যালিবার মডেল ফেরানোর প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি। পেট্রোলের চড়া দামের জন্য এখন কম সিসি-র মোটরসাইকেল কেনার দিকে ঝোঁক বেড়েছে মানুষের। আর এই সুযোগে এবার বাজাজ ক্যালিবার মডেল ফেরানোর প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি।
advertisement
advertisement
ইতিমধ্যে বাজাজ ক্যালিবার-এর ট্রেডমার্ক ফাইল করেছে সংস্থাটি। অর্থাত্, বাজার কাঁপাতে ফের আসতে পারে হুড়িবাবা। যতদূর জানা যাচ্ছে, ১২৫ সিসি কমিউটার হিসাবে ভারতের বাজারে ফিরতে পারে ক্যালিবার মডেল। ইতিমধ্যে বাজাজ ক্যালিবার-এর ট্রেডমার্ক ফাইল করেছে সংস্থাটি। অর্থাত্, বাজার কাঁপাতে ফের আসতে পারে হুড়িবাবা। যতদূর জানা যাচ্ছে, ১২৫ সিসি কমিউটার হিসাবে ভারতের বাজারে ফিরতে পারে ক্যালিবার মডেল।
advertisement
এন্ট্রি লেভেল কমিউটার হিসাবে ব্যাপক জনপ্রিয় হয়েছিল ক্যালিবার। ১১১.৬ সিসির সেই বাইক বিক্রি হয়েছিল ব্যাপক। তবে একই সেগমেন্টে বাজাজের অনেকগুলে মডেল রয়েছে। ক্যালিবার ফিরলে বাজাজ-এর অন্য মডেলগুলির বিক্রি ধাক্কা খেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এন্ট্রি লেভেল কমিউটার হিসাবে ব্যাপক জনপ্রিয় হয়েছিল ক্যালিবার। ১১১.৬ সিসির সেই বাইক বিক্রি হয়েছিল ব্যাপক। তবে একই সেগমেন্টে বাজাজের অনেকগুলে মডেল রয়েছে। ক্যালিবার ফিরলে বাজাজ-এর অন্য মডেলগুলির বিক্রি ধাক্কা খেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আবার আসছে 'হুড়িবাবা', ভারতের বাজারে ফিরছে Bajaj Caliber!
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement