Handbag Organization Tips: হ্যান্ডব্যাগ ঘেঁটে ঘ! দরকারি জিনিস কিছুতেই খুঁজে পাচ্ছেন না? অগোছালো ব্যাগ স্মার্ট করার সহজ ৫ উপায়

Last Updated:
Handbag Organization Tips: হ্যান্ডব্যাগ দরকারি জিনিস খুঁজে পেতে সমস্যায় পড়েন? জেনে নিন হাতব্যাগ গুছিয়ে রাখার সহজ ও কার্যকর টিপস, যা অফিস, ভ্রমণ ও দৈনন্দিন ব্যবহারে দারুণ কাজে আসবে।
1/8
আকারে ছোট্ট, কিন্তু উপুড় করলে এত জিনিস পাওয়া যাবে যে, গুনে শেষ করা যাবে না। অফিস হোক বা ট্র্যাভেল, যেকোন কাজেই বাড়ির বাইরে পা দিলে যা ছাড়া একেবারেই চলে না সেটা হল হ্যান্ডব্যাগ।
আকারে ছোট্ট, কিন্তু উপুড় করলে এত জিনিস পাওয়া যাবে যে, গুনে শেষ করা যাবে না। অফিস হোক বা ট্র্যাভেল, যেকোন কাজেই বাড়ির বাইরে পা দিলে যা ছাড়া একেবারেই চলে না সেটা হল হ্যান্ডব্যাগ।
advertisement
2/8
বিশেষ করে মহিলাদের হাতব্যাগ দেখা যায় প্রচুর জিনিসে ঠাসা। প্রয়োজনে জিনিস খুঁজতেই হিমশিম খেতে হয়। ছোট হ্যান্ডব্যাগেই গোটা সংসার যেন রাখা থাকে। আর সেই সংসার সামলানো হয়ে যায় মুশকিল। প্রশ্ন হচ্ছে, কী করলে প্রয়োজনীয় জিনিস টুক করেই হাতব্যাগ থেকে নিতে পারবেন?
বিশেষ করে মহিলাদের হাতব্যাগ দেখা যায় প্রচুর জিনিসে ঠাসা। প্রয়োজনে জিনিস খুঁজতেই হিমশিম খেতে হয়। ছোট হ্যান্ডব্যাগেই গোটা সংসার যেন রাখা থাকে। আর সেই সংসার সামলানো হয়ে যায় মুশকিল। প্রশ্ন হচ্ছে, কী করলে প্রয়োজনীয় জিনিস টুক করেই হাতব্যাগ থেকে নিতে পারবেন?
advertisement
3/8
অনেকেই দরকারের সময় দরকারি জিনিসটি খুঁজে পান না। ব্যাগ হাতড়ালে বেরিয়ে আসে অপ্রয়োজনীয় জিনিসগুলি। ঠিক এইরকম সমস্যার সম্মুখীন কি আপনিও? তা হলে জেনে নিন, হাতব্যাগ কী ভাবে গোছালে প্রয়োজনের জিনিসটি নিমেষেই বের করতে পারবেন।
অনেকেই দরকারের সময় দরকারি জিনিসটি খুঁজে পান না। ব্যাগ হাতড়ালে বেরিয়ে আসে অপ্রয়োজনীয় জিনিসগুলি। ঠিক এইরকম সমস্যার সম্মুখীন কি আপনিও? তা হলে জেনে নিন, হাতব্যাগ কী ভাবে গোছালে প্রয়োজনের জিনিসটি নিমেষেই বের করতে পারবেন।
advertisement
4/8
ছোট ব্যাগ হোক বা , স্লিং ব্যাগ, ছোট হোক বা বড় বা মাঝারি— যে মাপেরই হ্যান্ডব্যাগ হোক না কেন সবচেয়ে ভাল হয় তাতে নানা ধরনের ফোল্ডার বা খাপ থাকলে। একাধিক খাপে জিনিসপত্র গুছিয়ে রাখা যায় অনায়াসেই। সে ক্ষেত্রে জিনিস খুঁজে পাওয়াও খুব সহজ হয়।
ছোট ব্যাগ হোক বা , স্লিং ব্যাগ, ছোট হোক বা বড় বা মাঝারি— যে মাপেরই হ্যান্ডব্যাগ হোক না কেন সবচেয়ে ভাল হয় তাতে নানা ধরনের ফোল্ডার বা খাপ থাকলে। একাধিক খাপে জিনিসপত্র গুছিয়ে রাখা যায় অনায়াসেই। সে ক্ষেত্রে জিনিস খুঁজে পাওয়াও খুব সহজ হয়।
advertisement
5/8
এছাড়া নিরাপত্তা এবং চট করে খুঁজে পাওয়ার ক্ষেত্রে চাবি, মোবাইল ব্যাগের ভিতরের খাপে ভরে নিন। প্রসাধনী বা অন্য নানান জিনিস হাতের কাছে পেতে নির্দিষ্ট খাপে রাখুন। একগাদা জিনিস না নিয়ে প্রয়োজনীয় জিনিসটুকুই ব্যাগে রাখুন। এতে জিনিস খুঁজে পাওয়া সহজ হবে।
এছাড়া নিরাপত্তা এবং চট করে খুঁজে পাওয়ার ক্ষেত্রে চাবি, মোবাইল ব্যাগের ভিতরের খাপে ভরে নিন। প্রসাধনী বা অন্য নানান জিনিস হাতের কাছে পেতে নির্দিষ্ট খাপে রাখুন। একগাদা জিনিস না নিয়ে প্রয়োজনীয় জিনিসটুকুই ব্যাগে রাখুন। এতে জিনিস খুঁজে পাওয়া সহজ হবে।
advertisement
6/8
ব্যাগ বড় হলে আর অনেক জিনিস রাখতে হলে ছোট ছোট ব্যাগে বা পাউচে জিনিসগুলি গুছিয়ে নিন। মোবাইল চার্জার, হেডফোন ছোট পাউচে ভরে নিন। অনেকে স্যানিটারি ন্যাপকিন, শৌচালয়ে ব্যবহারের জীবাণুনাশক স্প্রে ব্যাগে রাখেন। সেগুলি নির্দিষ্ট একটি পাউচে ভরে রাখুন।
ব্যাগ বড় হলে আর অনেক জিনিস রাখতে হলে ছোট ছোট ব্যাগে বা পাউচে জিনিসগুলি গুছিয়ে নিন। মোবাইল চার্জার, হেডফোন ছোট পাউচে ভরে নিন। অনেকে স্যানিটারি ন্যাপকিন, শৌচালয়ে ব্যবহারের জীবাণুনাশক স্প্রে ব্যাগে রাখেন। সেগুলি নির্দিষ্ট একটি পাউচে ভরে রাখুন।
advertisement
7/8
কোথায় কোনটি রাখছেন, সেটাও মনে রাখা দরকার। একই ভাবে টুকিটাকি প্রসাধনী, গয়না রাখতে হলে সেগুলিও ছোট কোনও বাক্সে ভরে নিন। এতে সব জিনিস ঠিকমতো থাকবে, বার করতে সুবিধা হবে। ওষুধ থাকলে সেটিও নির্দিষ্ট প্যাকেট বা বাক্সে রাখুন।
কোথায় কোনটি রাখছেন, সেটাও মনে রাখা দরকার। একই ভাবে টুকিটাকি প্রসাধনী, গয়না রাখতে হলে সেগুলিও ছোট কোনও বাক্সে ভরে নিন। এতে সব জিনিস ঠিকমতো থাকবে, বার করতে সুবিধা হবে। ওষুধ থাকলে সেটিও নির্দিষ্ট প্যাকেট বা বাক্সে রাখুন।
advertisement
8/8
এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রয়োজন অনুযায়ী ব্যাগ বদলানো। বেড়াতে গেলে হাতের কাছে বেশি জিনিস লাগে। আবার অফিসের ব্যাগেও ল্যাপটপ, চার্জার-সহ অনেক কাজের জিনিস রোজ দরকার হয়। সেই মতো ব্যাগ বাছাইও জরুরি।
এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রয়োজন অনুযায়ী ব্যাগ বদলানো। বেড়াতে গেলে হাতের কাছে বেশি জিনিস লাগে। আবার অফিসের ব্যাগেও ল্যাপটপ, চার্জার-সহ অনেক কাজের জিনিস রোজ দরকার হয়। সেই মতো ব্যাগ বাছাইও জরুরি।
advertisement
advertisement
advertisement