ATM-এ গিয়ে সমস্যায় পড়েছেন? কাউন্টারে দেওয়া helpline নম্বরে ফোন করে আরও বিপদ!
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
এটিএম এ টাকা তুলতে গিয়ে সাবধান,না হলে পড়তে হবে আপনাকে এই বিপদে।
বীরভূম: বর্তমানে পকেটে সেই ভাবে কেউ এখন নগদ টাকা রাখেন না। ক্যাশলেশ ইন্ডিয়া চলছে অন্যান্য জায়গার মতো বীরভূমেও।বর্তমানে সব জায়গাতেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা হয়ে থাকে। আর যদিও বা কিছু টাকা দরকার পড়ে তাহলে টাকা তুলতে যান এটিএম থেকে। তবে এটিএম গিয়ে বীরভূমের এই বাসিন্দা যেভাবে প্রতারণার শিকার হলেন জানলে চমকে উঠবেন। যত বিপত্তি ঘটল কাউন্টারে দেওয়া হেল্প লাইন নম্বরকে কেন্দ্র করে।
এটিএম এর মাধ্যমে টাকা জমা দিতে যান বীরভূমের তারাপীঠ থানার অন্তর্ভুক্ত রানাপুরের বাসিন্দা সুকান্ত মণ্ডল। মেশিনেই কার্ড ঢোকানোর পর নির্দেশমত পিন দেন তিনি। নিয়ম মতো টাকাও জমা হয়ে যায়। এরপর বহু চেষ্টার পরও মেশিন থেকে কার্ড বেরিয়ে আসে না। সঙ্গে সঙ্গে তিনি কাউন্টারে দেওয়া হেল্প লাইন নম্বরে ফোন করে বিষয়টি জানান। বিপরীত দিক থেকে তাকে ভিডিও কল করা হয়। এরপর বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে বলা হয় গ্রাহককে। শেষে জানতে চাওয়া হয় এটিএম এর গোপন পিন নম্বর।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এরপর গ্রাহকের সন্দেহ হয় যে তিনি হয়তো প্রতারকদের ফাঁদে পড়েছেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের মোবাইল অ্যাপের মাধ্যমে তার কার্ডটি ব্লক করেন। পরে তিনি ব্যাঙ্ক গিয়ে সমস্ত ঘটনা জানান। সেখানে জানতে পারেন যে নম্বরটি হেল্প লাইনের নম্বর হিসেবে ওই এটিএম কাউন্টারে দেওয়া হয়েছে, সেটি আসলে কোনও প্রতারকের নম্বর।
advertisement
আর যাকে তিনি ভিডিও কলের মাধ্যমে সমস্ত বিষয়টি জানিয়েছেন তিনি হয়ত কোনও প্রতারক। এই বিষয়ে জানার পরই তিনি ব্যাংকে একটি অভিযোগ জানান। ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকেও সে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানানো হয় ওই গ্রাহককে।
advertisement
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 7:56 PM IST





