আজ লঞ্চ হবে Asus-এর নতুন গেমিং ফোন ROG Phone 3, কীভাবে দেখবেন সরাসরি জেনে নিন

Last Updated:

জেনে নিন ROG Phone 3-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ROG Phone 3: আজ ভারতে লঞ্চ হচ্ছে Asus এর নতুন গেমিং ফোন ROG Phone 3 । এটি একটি পাওয়ার প্যাক গেমিং ফোন হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে এই ফোনটি শুধুমাত্র Flipkart-ই পাওয়া যাবে। কিন্তু এটা এখনও জানা যায় নি যে কবে থেকে এই ফোনটি পাওয়া যাবে। ROG Phone 3-এর লঞ্চের ভার্চুয়াল ইভেন্ট শুরু হবে আজ রাত ৮:১৫ থেকে। ফোন লঞ্চের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Asus ইন্ডিয়ার অফিশিয়াল ইউটিউব পেজে। এছাড়াও কোম্পানির নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজ থেকে ফোনটির লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে।
ইতিমধ্যেই এই ফোনটি নিয়ে বেশ কিছু রিপোর্ট সামনে এসেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ROG Phone 3-তে থাকবে 6000mAh ব্যাটারি, সঙ্গে 30W এর ফাস্ট চার্জি সাপোর্ট। ফোনে ১২জিবি বা ১৬জিবি র‍্যাম থাকতে পারে, আর ইন্টারনাল স্টোরেজ ৫১২জিবি পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
ROG Phone 3-তে থাকবে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। সিকিউরিটির জন্য থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ছবি তোলার জন্য ROG Phone 3-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তাতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা থাকবে। তৃতীয় ক্যামেরাটি কতো মেগাপিক্সেলের হবে তা এখনও সঠিক জানা যায় নি।
advertisement
ROG Phone 3 ফোনের বেশ কিছ ছবিও ফাঁস হয়েছে, যা থেকে জানা গিয়েছে যে ফোনের উপরে আর নিচে বেজেল থাকবে। ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে বা পপ আপ ক্যামেরা দেওয়া হবে না। এই ফোনটি দেখতে অনেকটাই গত বছর লঞ্চ হওয়া ROG Phone 2 -এর মতো। কিন্তু আসা করা হচ্ছে যে আগের থেকে বেশি কিলার লুক হবে ROG Phone 3-এর। ROG Phone আর ROG Phone 2 -এর মতো এই ফোনেও কোম্পানির লোগো থাকবে ফোনের পিছনে। এছাড়াও এই স্মার্টফোনের দামের ব্যাপারেও এখনও কিছু জানা যায় নি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আজ লঞ্চ হবে Asus-এর নতুন গেমিং ফোন ROG Phone 3, কীভাবে দেখবেন সরাসরি জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement