Apple Vision Pro: ছুঁতেও হবে না, হুকুমেই কাজ করবে অ‍্যাপ! ডিজিটাল দুনিয়ায় ঝড় আনবে Apple-এর ‘এই’ নতুন ডিভাইস

Last Updated:

শেষবার ২০১৫ সালে কোনও নতুন পণ্য বাজারে এনেছিল Apple, সেবার এসেছিল স্মার্টয়াচ। এবার দুনিয়াকে চমকে দিয়ে তারা বাজারে আনল অগমেন্টেড রিয়্যালিটি হেডসেট— Apple Vision Pro।

ছুঁতেও হবে না, হুকুমেই কাজ করবে অ‍্যাপ! ডিজিটাল দুনিয়ায় ঝড় আনবে Apple-এর ‘এই’ নতুন ডিভাইস
ছুঁতেও হবে না, হুকুমেই কাজ করবে অ‍্যাপ! ডিজিটাল দুনিয়ায় ঝড় আনবে Apple-এর ‘এই’ নতুন ডিভাইস
আঙুলের ডগা দিয়ে ছুঁয়ে অ্যাপ ব্যবহার করার দিন শেষ। এবার থেকে আর সোয়াইপ করে সরাতে হবে না স্ক্রিন। চোখ দিয়ে তাকালেই খুলে যাবে অ্যাপ অথবা কবজি থেকে হাত ঘুরিয়ে কিংবা স্রেফ হুকুম করলেই হয়ে যাবে কাজ। বাজারে আসছে Apple-এর নতুন পণ্য।
শেষবার ২০১৫ সালে একটি নতুন পণ্য বাজারে এনেছিল Apple, সেবার এসেছিল স্মার্টয়াচ। এবার দুনিয়াকে চমকে দিয়ে তারা বাজারে আনল অগমেন্টেড রিয়্যালিটি হেডসেট— Apple Vision Pro। দীর্ঘ প্রতীক্ষার অবসান হল ২০২৩ সালের WWDC-তে। iPhone নির্মাতা সংস্থার পক্ষ থেকে আগেই জানান হয়েছিল এই পণ্যটি আসলে একটি ‘spatial computer’, ডিজিটাল এবং ফিজিক্যাল পৃথিবীকে মিশিয়ে দিতে চলেছে।
advertisement
advertisement
Apple Vision Pro-এর উদ্বোধন উপলক্ষে Apple-এর CEO টিম কুক বলেন, ‘কম্পিউটিং যুগে আজ একটি নতুনের সূচনা হল। ঠিক যেমন Mac পার্সোনাল কম্পিউটিংকে, iPhone মোবাইল কম্পিউটিং-কে পথ দেখিয়েছে, তেমনই Apple Vision Pro স্প্যাশিয়াল কম্পিউটিং-এর অগ্রদূত।’
আবরণ উন্মোচন হলেও এখনই বাজারে কিনতে পাওয়া যাবে না Apple Vision Pro। ২০২৪ সালে তা সকলের হাতের নাগালে আসবে। যদিও এই অত্যাধুনিক গ্যাজেট নিজের নাগালে পেতে গেলে খরচ করতে হবে প্রায় ৩৪৯৯ ডলার। ভারতীয় টাকার অঙ্কে সেটা দাঁড়াবে প্রায় ২ লক্ষ ৮৮ হাজার।
advertisement
এই বিশেষ হেডসেটের ভিতরে রয়েছে দু’টি micro-OLED স্ক্রিন এবং মোট ২৩ মিলিয়ন পিক্সেল। Apple দাবি করেছে, কাস্টম ক্যাটাডায়পট্রিক লেন্সের অত্যাধুনিক প্রযুক্তি এমন স্বচ্ছ ও তীক্ষ্ণ দৃশ্য দেখাবে যা মানুষকে হতভম্ব করে দিতে পারে।
এর সঙ্গে একটি তারযুক্ত ব্যাটারি প্যাক থাকবে যা পকেটে নিয়ে ঘোরা যাবে এবং ঘণ্টা দুয়েক কাজ করতে পারবে। প্লাগ ইন করে রাখলে অনেকক্ষণ হেডসেট ব্যবহার করা যাবে। থাকছে একটি ডিজিটাল ক্রাউন যা ব্যবহারকারীকে স্থির করতে দেবে যে তিনি কতটা বাস্তবে থাকবেন অথবা, না।
advertisement
Apple Vision Pro চালিত হবে সংস্থার নিজস্ব দ্বিতীয় প্রজন্মের M2 চিপসেট দ্বারা। সমস্ত বিষয়টিকে আরও বাস্তব সম্মত করতে Apple একটি নতুন R1 চিপ আনছে।
এই হেডসেটটিতে যেমন রয়েছে ‘থ্রি-ডায়মেনশনাল ক্যামেরা’। তেমনই এটি visionOS চালিত, যা Apple-এর নতুন থ্রি-ডি ইন্টারফেস। ফলে ডিজিটাল অভিজ্ঞতাকে আরও বেশি করে বাস্তব বলে বোধ হবে।
advertisement
Apple জানিয়েছে, প্রাকৃতিক আলো এবং প্রক্ষিপ্ত ছায়ার সাহায্য এটি ব্যবহারকারীকে দূরত্ব বুঝতে সাহায্য করে। ব্যবহারকারীর কোনদিকে যাবেন, কোথায় দাঁড়াবেন সবটা বোঝাতে পারবে Apple Vision Pro। এতে একেবারে নতুন একধরনের ইনপুট সিস্টেম থাকছে যা কোনও মানুষের চোখ, হাত এবং কণ্ঠস্বর দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ আঙুলে ট্যাপ করে, কব্জি ঘুরিয়ে স্ক্রোল করতে পারবেন ব্যবহারকারী। থাকবে ভয়েস ব্রাউজিংও।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Apple Vision Pro: ছুঁতেও হবে না, হুকুমেই কাজ করবে অ‍্যাপ! ডিজিটাল দুনিয়ায় ঝড় আনবে Apple-এর ‘এই’ নতুন ডিভাইস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement