Apple storage update : যত খুশি ছবি সেভ করার জন্য ১২৮ জিবি পর্যাপ্ত? আইফোনের স্টোরেজ নিয়ে যা বলল Apple
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Apple storage update : জনপ্রিয় কোম্পানি Apple ১২৮ GB স্টোরেজ অফার করে বেস ভ্যারিয়েন্ট সহ iPhones বিক্রি করে চলেছে। iPhone-এ থাকা সমস্ত হাই-টেক ক্যামেরা ফিচারের পরেও এতে রয়েছে ১২৮GB স্টোরেজ।
Apple iPhones: জনপ্রিয় কোম্পানি Apple ১২৮GB স্টোরেজ অফার করে বেস ভ্যারিয়েন্ট-সহ iPhones বিক্রি করে চলেছে। iPhone-এ থাকা সমস্ত হাই-টেক ক্যামেরা ফিচারের পরেও এতে রয়েছে ১২৮GB স্টোরেজ। বেশিরভাগ গ্রাহক ১২৮GB বেস টায়ার অফার করার অ্যাপলের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তবে কোম্পানিও অনড়, দাবি করছে যে ১২৮GB অনেকগুলি ফটো সেভ করার জন্য যথেষ্ট। অ্যাপল ‘lot of storage’ মন্তব্যে নিজেদের দাবি দাখিল করার জন্য একটি বিজ্ঞাপনও নিয়ে এসেছে।
৩০-সেকেন্ডের ক্লিপটিতে একজন ব্যক্তি অন্য ছবির জন্য জায়গা তৈরি করতে আইফোন থেকে তাঁর কিছু ফটো মুছে ফেলতে চাইছেন, কারণ তাঁর স্টোরেজ ফুরিয়ে গিয়েছে। কিন্তু, তারপরে অ্যাপল একটি চটকদার বার্তা যোগ করে বলে, আইফোন ১৫-তে “প্রচুর ছবির জন্য প্রচুর স্টোরেজ রয়েছে।”
advertisement
advertisement
অ্যাপল ৬৪GB আইফোন মডেলটি বাদ দিয়ে এবং চার বছর আগে ১২৮GB বিকল্পের সঙ্গে লাইনআপ শুরু করে বড় পরিবর্তন করেছে। সেই থেকে, অ্যাপল নতুন আইফোন চালু করেছে, যেগুলি বড় ক্যামেরা আপগ্রেড পেতে চলেছে, যা ফটোগুলিকে আগের থেকে আকারে বড় করে তোলে৷ সুতরাং, অ্যাপল এখনও ১২৮GB স্টোরেজকে যদি অনেক স্টোরেজ বলে মনে করে এটি আর পর্যাপ্ত নয় বলতেই হয়। বিশেষ করে যদি গ্রাহকরা নিজেদের ডেটা রাখার জন্য শুধুমাত্র ফিজিক্যাল আইফোন স্টোরেজের উপর নির্ভর করেন। কিছু জায়গা কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করার পরিবর্তে রয়েছে iCloud বা Google ক্লাউড স্টোরেজ।
advertisement
অনেকে এটাও বলতে পারেন যে, কিছু আইফোন ক্রেতা আনন্দের সঙ্গেই নতুনগুলির জন্য স্থান তৈরি করতে পুরনো ফটোগুলি মুছে ফেলবেন। কিন্তু, কেন ২৫৬GB-কে ডিফল্ট আইফোন স্টোরেজ বানানো হবে না, সেই দাবি উঠছে। তাছাড়া, আইফোন প্রো ভ্যারিয়েন্টগুলি আজকাল বেস স্টোরেজ মডেল হিসাবে ২৫৬GB দিয়ে শুরু হয়।
advertisement
সুতরাং, আশা করা যায় যে পরিবর্তনটি এই বছর নজরে আসবে, যখন iPhone 16 সিরিজ সেপ্টেম্বরের কাছাকাছি রোল আউট হবে। তখন গ্রাহকদের Android-এ ঝাঁপিয়ে পড়তে বাধ্য করার পরিবর্তে তাঁদের খুশি রাখতে এবং তাঁদের পাশে থাকার জন্য অতিরিক্ত iCloud স্টোরেজ ব্যবহার করার সুযোগ দেওয়া হতে পারে। এর ফলে আইফোনে একই সঙ্গে অনেক স্টোরেজ পাওয়া যেতে পারে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 3:26 PM IST

