Apple: আসছে iPhone 15 সিরিজ ! ক্যামেরা থেকে লুক থাকছে বিরাট চমক! Apple-এর তথ্য ফাঁস!

Last Updated:

Apple: জানা গিয়েছে যে Apple এই বছরের সেপ্টেম্বর মাসে তাদের iPhone 15 সিরিজের ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে।

Apple: জনপ্রিয় টেক জায়ান্ট Apple এই বছরের শেষে তাদের iPhone 15 সিরিজের ফোন লঞ্চ করতে পারে। জানা গিয়েছে যে Apple এই বছরের সেপ্টেম্বর মাসে তাদের iPhone 15 সিরিজের ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। প্রতি বছরের মতো এই স্মার্টফোন ব্র্যান্ডটি অন্তত ৪টি নতুন আইফোন মডেল লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সেগুলো হল iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, এবং iPhone 15 Pro Max।
আরও পড়ুন:
এই বছর iPhone 15 সিরিজের ডিজাইন এবং ফিচারের ক্ষেত্রে, বিশেষ করে iPhone 15 এবং iPhone 15 Plus-এ কিছু বড় পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে। লিকড হওয়া তথ্য অনুযায়ী Apple সম্ভবত ইউএসবি-সি চার্জিংয়ে স্যুইচ করবে এবং লাইটনিং পোর্ট পরিত্যাগ করবে। iPhone 15 এবং iPhone 15 Plus মডেলগুলি একটি ৪৮ MP প্রধান ক্যামেরা সেন্সর সহ উন্নত ক্যামেরা এবং চিপসেটের সঙ্গেও আসতে পারে।
advertisement
advertisement
শোনা যাচ্ছে যে, iPhone 15 এবং এর প্লাস মডেলে তাদের পূর্বসূরীদের তুলনায় তিনটি উল্লেখযোগ্য আপগ্রেড রয়েছে। লিকড হওয়া তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড আইফোন ১৫ মডেলগুলিতে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন সহ Apple-এর নতুন ডায়নামিক আইল্যান্ড ডিজাইন ব্যবহার করা হতে পারে। যা সাধারণত শুধুমাত্র প্রো মডেলগুলিতে দেখা যায়।
advertisement
রিপোর্ট অনুসারে iPhone 15 এবং iPhone 15 Plus আইফোন ১৪ প্রো মডেলের মতো ম্যাট ফিনিশ সহ একটি ফ্রস্টেড গ্লাস ব্যাক ফিচার যুক্ত হতে পারে। ক্যামেরা আপগ্রেডে ৪৮ MP রিয়ার ক্যামেরা থাকতে পারে। কিন্তু, এটি অপটিক্যাল জুম এবং LiDAR উচ্চ-সম্পন্ন মডেলের মধ্যে সীমাবদ্ধ হতে পারে। আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে Apple-এর লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত করা এবং একটি একক তারের মাধ্যমে চার্জিংকে সহজসাধ্য করা।
advertisement
আসন্ন iPhone 15 এবং iPhone 15 Plus-এ Apple-এর Bionic A16 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। যা গত বছর iPhone 14 Pro মডেলগুলিতে চালু করা হয়েছিল। আগামী সপ্তাহগুলিতে এই মডেলগুলির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, TrendForce-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সংস্থা ভারতে iPhone 15 এবং iPhone 15 Plus-এর ক্ষেত্রে Tata Group-এর সঙ্গে পার্টনারশিপ করতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Apple: আসছে iPhone 15 সিরিজ ! ক্যামেরা থেকে লুক থাকছে বিরাট চমক! Apple-এর তথ্য ফাঁস!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement