Apple Event : iPhone 14 থেকে উন্নত Air Pods, কী কী লঞ্চ হতে পারে Apple-এর অনুষ্ঠানে? দেখে নিন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Apple Event : অবশেষে Apple তাদের ইনডোর ইভেন্ট করছে বুধবার, ৭ সেপ্টেম্বর। করোনা অতিমারীর পরে এই প্রথম ইনডোর ইভেন্টের আয়োজন করছে Apple।
#নয়া দিল্লি: অবশেষে Apple তাদের ইনডোর ইভেন্ট করছে বুধবার, ৭ সেপ্টেম্বর। করোনা অতিমারীর পরে এই প্রথম ইনডোর ইভেন্টের আয়োজন করছে Apple। এ দিনের অনুষ্ঠান ঘিরে অনেক দিন ধরেই চড়ছে উত্তেজনার পারদ। তার কারণ, সংস্থার নতুন iPhone ছাড়া আর কিছুই নয়। নতুন সিরিজের iPhone নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। তবে স্মার্টফোনের পাশাপাশি আর কী কী পণ্য লঞ্চ করতে পারে Apple, তা নিয়েও বিভিন্ন ধরনের কানাঘুষো চলছে অনেকদিন ধরেই। Apple Inc.-এর ফার আউট ইভেন্ট শুরু হবে আজ, ৭ সেপ্টেম্বর, ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। Apple-এর নতুন পণ্য iPhone 14-ই হতে চলেছে এ দিনের মূখ্য আকর্ষণ, সে কথা বলাই বাহুল্য তা ছাড়া আর কী কী থাকতে পারে তা নিয়েও আম জনতার উৎসাহের শেষ নেই।
৭ সেপ্টেম্বরের অনুষ্ঠান মঞ্চে আবির্ভূত হতে পারে কোন কোন পণ্য দেখে নেওয়া যাক এক নজরে—
iPhone 14 সিরিজ:
Apple সাধারণত তার সেপ্টেম্বর ইভেন্টে নতুন iPhone লঞ্চ করে। মনে করা হচ্ছে, Apple এ বার ৪টি মডেলের iPhone লঞ্চ করতে পারে। এ গুলি হল— iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro, এবং iPhone 14 Pro Max। এর আগে অসমর্থিত সূত্রের বহু রিপোর্টেই বলা হয়েছে যে, এ বার Apple তাদের 'মিনি' (Mini) বিভাগটি বাদ দিতে চলেছে। মনে করা হচ্ছে যে এ বার iPhone 14-এর সব থেকে বেশি আকর্ষণীয় দিকটি হবে স্যাটেলাইট ফিচার। এর মাধ্যমে কোনও গ্রাহকের সেলুলার নেটওয়ার্ক না থাকলেও তিনি কানেক্টিভিটি পেতে পারবেন।
advertisement
advertisement
Apple Watch:
এ দিনের অনুষ্ঠানে লঞ্চ করা হতে পারে Apple Watch 8 সিরিজ। এর আগেই বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, এই নতুন সিরিজের স্মার্টঘড়িতে থাকবে একটি বড় ডিসপ্লে, আগের চেয়ে অনেক বেশি ‘হেল্থ ফিচার’ (Health Feature)। এতে থাকতে পারে দেহের তাপমাত্রা মাপার সেন্সরও। শুধু তাই নয়, Pro ভার্সন স্মার্টওয়াচও লঞ্চ করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
AirPods Pro 2:
view commentsস্মার্টঘড়ির পাশাপাশি AirPods Pro 2-ও লঞ্চ করা হতে পারে এই অনুষ্ঠান মঞ্চ থেকে। আশা করা হচ্ছে যে, আগামী দিনের AirPod আগের তুলনায় আরও উন্নত মানের হবে। শব্দের মান যেমন বাড়বে তেমনই আরও সেন্সর থাকতে পারে বলে আশা। এটি জল এবং ঘাম প্রতিরোধী হতে চলেছে বলে মনে করছ ওয়াকিবহাল মহল। পাশাপাশি এতে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে। আবার অনেকে জানিয়েছিলেন এতে থাকতে পারে টাইপ-সি পোর্ট চার্জিং ব্যবস্থা। অনেকে মনে করছেন অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট লঞ্চ করা হবে। তবে বিশ্লেষকরা দাবি করেছেন, এই বছর এই ধরনের পণ্য বাজারে আসার প্রত্যাশা খুব কম।
Location :
First Published :
September 07, 2022 6:24 PM IST