Android: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? মুহূর্তে শেষ হয়ে যাবে সব! এখুনি না জানলেই বিপদ!

Last Updated:

Android: ভয়াবহ ঘটনা ঘটছে। আগে থেকে জেনে সতর্ক হন!

নয়া দিল্লি:   বর্তমানে বিভিন্ন ধরনের ম্যালওয়ার আক্রমণের ঘটনা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। সাইবার অপরাধীরা ইউজারদের টার্গেট করে এবং তাঁদের ডিভাইস থেকে ডেটা চুরি করার জন্য ম্যালওয়্যার পাঠায়। পরে তারা কালোবাজারে সেই ডেটা বিক্রি করে বা অন্যান্য কাজে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য হল এই ধরনের ক্ষতিকর ম্যালওয়ারের মাধ্যমে টাকা উপার্জন করা। এর জন্য কোম্পানিগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার পরও এই ধরনের ঘটনা থামছে না।
সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে লেমন গ্রুপ নামে একটি সাইবার ক্রাইম সংস্থা বিশ্বব্যাপী প্রায় ৮.৯ মিলিয়ন অ্যান্ড্রয়েড ডিভাইসে গেরিলা নামের ম্যালওয়্যার ইনস্টল করেছে বলে অভিযোগ রয়েছে। এই ম্যালওয়্যারটি স্মার্টওয়াচ, স্মার্টফোন, টিভি এবং টিভি বক্সের মতো অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে প্রভাবিত করছে।
জাপানের বহুজাতিক সাইবার নিরাপত্তা কোম্পানি ট্রেন্ড মাইক্রো তাদের সর্বশেষ প্রতিবেদনে দাবি করেছে যে ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত ডেটা বিপদে ফেলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্ক্যামাররা ডিভাইসে প্রি-ইনস্টল করা ম্যালওয়্যার ব্যবহার করে অনেক বিপজ্জনক কাজ করছে। যেমন অতিরিক্ত পেলোড লোড করা, এসএমএস থেকে ওয়ান-টাইম পাসওয়ার্ড বের করা, সংক্রামিত ডিভাইস থেকে রিভার্স প্রক্সি সেট করা এবং হোয়াটসঅ্যাপ সেশন হাইজ্যাক করা।
advertisement
advertisement
সাম্প্রতিক একটি ব্লগে, সংস্থাটি আরও জানিয়েছে যে সংক্রামিত ডিভাইসগুলি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এই স্ক্যামারদের ১৮০টিরও বেশি দেশে ডিভাইসের উপর নিয়ন্ত্রণ রয়েছে। ম্যালওয়্যার দ্বারা প্রভাবিত শীর্ষ ১০টি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, অ্যাঙ্গোলা, ফিলিপাইন এবং আর্জেন্তিনা। বর্তমানে, লেমন গ্রুপ কীভাবে ডিভাইসগুলিকে সংক্রামিত করছে সে সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। ম্যালওয়্যার সাধারণত কিছু ডিভাইসে আগে থেকে ইনস্টল করা পাওয়া যায়।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক ম্যালওয়্যার থেকে নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসকে রক্ষা করার উপায় –
নকল অ্যাপ
সাধারণত নকল অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ে। এই ক্ষেত্রে অজানা উৎস থেকে কোনও অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। এছাড়াও, Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করার সময় রিভিউ পড়া উচিত।
advertisement
পারমিশন
যে কোনও পারমিশন দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। অ্যাপ ইন্সটল করার পর ডিভাইস পারমিশন দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। অ্যাপগুলোকে প্রয়োজন অনুযায়ী অনুমতি দিতে হবে।
সফ্টওয়্যার আপডেট
সময়ে সময়ে Google দ্বারা সফ্টওয়্যার আপডেট দেওয়া হয়। এই আপডেটগুলিতে সিকিউরিটি প্যাচ রয়েছে, যা ডিভাইসকে সুরক্ষা দেয়। তাই সময় সময়ে সেই আপডেট করতে হবে।
advertisement
ডিভাইস স্ক্যান
কেউ যদি নিজেদের ফোনে সন্দেহজনক কিছু খুঁজে পান, তাহলে একটি বিশ্বস্ত সিকিউরিটি অ্যাপের মাধ্যমে ফোনটি স্ক্যান করা যেতে পারে, যাতে ফোন থেকে ম্যালওয়্যার দূর করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Android: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? মুহূর্তে শেষ হয়ে যাবে সব! এখুনি না জানলেই বিপদ!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement