Google এই ব্যবস্থা বন্ধ করলেই সর্বনাশ! আর কাজ করবে না Android 12 এবং 12L, আপনার ফোনের কী হবে? জানুন
- Published by:Ankita Tripathi
Last Updated:
সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, গত ৩১ মার্চ ২০২৫ তারিখের পরিসংখ্যান বলছে যে, ওই ব্যবহারকারীরা কোর OS লেভেলে সম্ভাব্য আসন্ন সিকিউরিটি থ্রেটের থেকে সুরক্ষিত নন।
চলতি বছরের মার্চ মাস পর্যন্ত হিসাব বলছে যে, সারা বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত প্রায় ১২.৪৩ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ২০২১ সালে রিলিজ হওয়া Android 12-এর উপরেই ভরসা করে রয়েছেন। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, গত ৩১ মার্চ ২০২৫ তারিখের পরিসংখ্যান বলছে যে, ওই ব্যবহারকারীরা কোর OS লেভেলে সম্ভাব্য আসন্ন সিকিউরিটি থ্রেটের থেকে সুরক্ষিত নন।
আসলে সিকিউরিটি প্যাচ এখনও মডিফাই করে Google সেগুলিকে পুরনো Android বিল্ডে ব্যাকপোর্ট করে। কারণ এই পুরনো Android বিল্ড এখনও অফিসিয়াল সাপোর্ট উইন্ডোর অধীনেই রয়েছে। Android 12 এবং তার বড় স্ক্রিন-ফ্রেন্ডলি ট্যাবলেট Android 12L-এর জন্য থাকা এই সাপোর্ট উইন্ডো এবার অবসানের পথে যেতে চলেছে।
advertisement
advertisement
উদাহরণ হিসেবে চলতি মাসের গোড়ার দিকে একটি অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিং প্রকাশ করেছে Google। সেখানে অ্যান্ড্রয়েড ডিভাইসের উপর আক্রমণকারী সিকিউরিটি দুর্বলতা প্রসঙ্গে বিশদ তথ্য ভাগ করে নেওয়া হয়েছিল। তবে উল্লেখযোগ্য ভাবে, অ্যাভেলেবেল প্যাচ-বিশিষ্ট অ্যান্ড্রয়েড ভার্সনগুলির তালিকা থেকে অনুপস্থিত ছিল Android 12 এবং 12L।
এ নিয়ে Android Authority-র সদস্যরা Google-কে প্রশ্নও করেছিল। তখন সেই টেক জায়ান্টের তরফে সীলমোহর দিয়ে জানানো হয় যে, তারা আর সিকিউরিটি প্যাচ ব্যাকপোর্ট দিয়ে Android 12 এবং 12L-কে সাপোর্ট করতে পারবে না।
advertisement
২০২৫ সালের মার্চের বুলেটিনেই শেষ বার Android 12 এবং 12L-এর জন্য প্যাচ লিস্ট হয়েছিল। যার অর্থ হল, Pixel 3a, Pixel 3a XL, Galaxy S10 series, OnePlus 7 series এবং অন্যান্য বেশ কিছু স্মার্টফোন আর Google-এর কাছ থেকে অফিসিয়াল Android OS সিকিউরিটি আপডেট পাবে না।
advertisement
পুরনো ফোনটি নিয়ে কী করা উচিত, এবার সেটা ভাবার সময় এসে গিয়েছে:
অফিসিয়াল প্যাচ এখন আর থাকছে না বলেই এবার থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার দায়িত্ব ডিভাইস নির্মাতাদের উপরেই বর্তাচ্ছে। তাই এর পরিবর্তে LineageOS-এর মতো ওপেন-সোর্স বিকল্পের দিকেই ঝুঁকতে হবে।
প্রসঙ্গত, ২০২১ সালে এসেছিল Android 12। আর Android 5 Lollipop-এর পর থেকে এটাই ছিল সবথেকে বড় ইন্টারফেস চেঞ্জ। এটাই Material You চালু করেছিল। যা ব্যাপক ভাবে ব্যবহার করছে Android। আর কন্ট্যাক্ট বা ফোন নম্বর খোঁজা, অ্যাপ, সেটিং এবং আরও নানা কিছুর সন্ধান করা সহজতর করে তুলেছে Universal Search।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2025 8:41 PM IST