Viral Cooler: AC-ও ফেল! সাড়া ফেলে দিয়েছে প্লাস্টিকের ড্রাম দিয়ে বানানো কুলার, নামমাত্র খরচে কনকনে ঠান্ডা বাতাসে ভরবে গোটা ঘর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Viral Cooler:এসির দাম প্রচুর, কুলারও কম যায়না। তবে কেবল কেনার খরচই নয়, এসি-কুলারের ক্ষেত্রে বিদ্যুতের খরচও প্রচুর হয়। তবে এবার বাড়ির সাধারণ প্ল্যাস্টিকের ড্রাম দিয়ে কুলার বানিয়েই তাক লাগালেন এক ব্যক্তি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সস্তা প্রযুক্তিতে তৈরি এই দেশি কুলারের দাম মাত্র ৩,০০০ থেকে ৭,০০০ টাকার মধ্যে। যা সাধারণ কুলারের তুলনায় কেবল সাশ্রয়ী নয়, বরং কম বিদ্যুতে অসাধারণ ঠান্ডাও দেয়। এই কুলার বানিয়েই শিবচরণ এখন সফল উদ‍্যোগপতি। লাখ লাখ টাকা আয় করছেন এবং তার গ্রামেরও প্রচুর মানুষকে কর্মসংস্থানের সুযোগও দিচ্ছেন।