Amazon: এক ক্লিকে পুজোয় বাড়ির ভোলবদল! আকর্ষণীয় ছাড়ে! Amazon- এ দারুণ অফার!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Amazon: পুজোয় বাড়িকে বানান স্মার্ট। এক ক্লিকেই সব সমস্যার সমাধান। জানুন
#নয়া দিল্লি: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং অন্যান্য প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। কিন্তু, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বিভিন্ন ধরনের গ্যাজেটের উপরে পাওয়া যাচ্ছে ধামাকা অফার। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজনের স্মার্ট ডিভাইসের উপরে পাওয়া যাচ্ছে ৫৫ শতাংশ ছাড়। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে গ্রাহকেরা ইকো স্মার্ট স্পিকার, ইকো শো স্মার্ট ডিসপ্লে এবং ফায়ার টিভি স্টিক পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। এক নজরে দেখে নেওয়া যাক অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ধরনের কী কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে।
অ্যামাজন ইকো শো -
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো শো ৮ (২ জেনারেশন, ২০২১)-এর উপরে পাওয়া যাচ্ছে ৪৬ শতাংশ ছাড়। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো শো ৮ (২ জেনারেশন, ২০২১) কেনা যাচ্ছে মাত্র ৭৪৯৯ টাকায়। অ্যামাজন ইকো শো ৮ (২ জেনারেশন, ২০২১)-এ ব্যবহার করা হয়েছে ৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর মাধ্যমে ভিডিও কল করা সম্ভব।
advertisement
অ্যামাজন ইকো ডট (৩ জেনারেশন) -
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো ডট (৩ জেনারেশন)-এর উপরে পাওয়া যাচ্ছে ৬৬ শতাংশ ছাড়। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো ডট (৩ জেনারেশন) কেনা যাচ্ছে মাত্র ১৫৯৯ টাকায়। ইউজাররা নিজেদের ফোনের সঙ্গে এই স্পিকার কানেক্ট করতে পারবেন।
advertisement
আরও পড়ুন: ভিড় ঠেলতে চান না তো? পুজো দেখুন মেটাভার্সে! ঘরে বসে টিভিতে নয়, কলকাতার ঠাকুর দেখুন এই ভাবে!
advertisement
অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০) -
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০)-এর উপরে পাওয়া যাচ্ছে ৪৬ শতাংশ ছাড়। এর ফলে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০) কেনা যাচ্ছে মাত্র ২৯৪৯ টাকায়। অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০)-এর ডিজাইন খুবই আধুনিক এবং সুন্দর। অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০) এ রয়েছে এলইডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে শোয়ের টাইম দেখা যায়।
advertisement
ফায়ার টিভি স্টিক প্লাস (২০২১) -
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ফায়ার টিভি স্টিক প্লাস (২০২১)-এর উপরে পাওয়া যাচ্ছে ৬৭ শতাংশ ছাড়। এর ফলে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ফায়ার টিভি স্টিক প্লাস (২০২১) কেনা যাচ্ছে মাত্র ২৫৯৯ টাকায়। এতে ইউজাররা ১ বছরের জন্য জি৫, সোনিলিভ এবং ভুট সিলেক্ট দেখতে পারবেন।
Location :
First Published :
September 27, 2022 11:31 PM IST