দীপাবলিতে প্রিয়জনকে উপহার দিতে চান? Amazon Great Indian Festival-এ আকর্ষণীয় ছাড়ে মিলবে দারুণ সব উপহার
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Amazon Great Indian Festival: গ্যাজেট থেকে শুরু করে অনন্য ঘর সাজানোর উপকরণ মিলবে এই সেলে। দেরি না করে দেখে নেওয়া যাক সেটাই।
Amazon Great Indian Festival: দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে দীপাবলির তোড়জোড়। আর তার জন্য Amazon Great Indian Festival এনেছে লিমিটেড-টাইম ডিলস। ফলে প্রিয়জনকে উপহার দেওয়া আরও সহজ হয়ে উঠবে। গ্যাজেট থেকে শুরু করে অনন্য ঘর সাজানোর উপকরণ মিলবে এই সেলে। দেরি না করে দেখে নেওয়া যাক সেটাই।
ল্যাম্প:
দীপাবলি আলোর উৎসব। আর এই সময় Amazon Great Indian Festival থেকে আকর্ষণীয় মূল্যে কেনা যেতে পারে সুন্দর ল্যাম্প। যা ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে। ঐতিহ্যবাহী এবং আধুনিক উভয় ধরনের ল্যাম্পই পেয়ে যাবেন গ্রাহকেরা। আর এক-এক রকম বাজেটের জন্য এক-এক রকমের ল্যাম্প। যা উৎসব উদযাপনে এক আলাদা মাত্রাই যোগ করবে। আর দীপাবলি উপলক্ষে ল্যাম্পের উপর মিলছে দারুণ আকর্ষণীয় ছাড়ও।
advertisement
advertisement
advertisement

দীপাবলির আলো:
দীপাবলিতে চারপাশ সেজে উঠবে আলোয়। Amazon Great Indian Festival-এ তাই পাওয়া যাবে দারুণ স্ট্রিং লাইট, ডেকোরেটিভ লণ্ঠন এবং ফেয়ারি লাইট। যা উৎসবের মরশুমে ঘরের সৌন্দর্যে একটা আলাদা মাত্রা যোগ করবে। সকলের বাজেটের সঙ্গে সাযুজ্য রেখে রয়েছে ঘর সাজানোর আলো।
advertisement
advertisement
দিওয়ালি গিফট-সেট:
এই সময় উপহার দেওয়া হয় প্রিয়জনকে। তার জন্যও Amazon Great Indian Festival মিলবে দারুণ দারুণ উপহার সামগ্রী। থাকবে মিষ্টি, স্ন্যাক্স থেকে শুরু করে আরও নানা কিছু।
advertisement
advertisement
স্মার্টওয়াচ:
এই সেলে স্মার্টওয়াচের উপরেও মিলবে দারুণ ছাড়।
স্পিকার:
Amazon Great Indian Festival-এ স্পিকারের উপরেও মিলবে দারুণ ছাড়।
- JBL Go 3, Wireless Ultra Portable Bluetooth Speaker পাওয়া যাবে মাত্র ২২৯৮ টাকায়।
- boAt Stone 352 Bluetooth Speaker পাওয়া যাবে মাত্র ১৪৯৯ টাকায়।
- Amazon Echo Dot (5th Gen) | Smart speaker-এর দাম হবে ৪৪৪৯ টাকা।
- Tribit [Upgraded Version StormBox Pro Bluetooth Speaker মিলবে মাত্র ৭৯৬৯ টাকায়।
- Marshall Emberton II Compact Portable Bluetooth Speaker পাওয়া যাবে মাত্র ১২৯৯৮ টাকায়।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 16, 2024 8:19 PM IST