সামার সারপ্রাইজ অফার চালু রেখেছে জিও, অভিযোগ এয়ারটেলের

Last Updated:

কীভাবে এখনও সামার সারপ্রাইজ অফার দিচ্ছে জিও ?

#মুম্বই: জিও-র সামার সারপ্রাইজ অফারে জল ঢেলে দিয়েছে ট্রাই ৷ গত সপ্তাহে জিওকে সোজা জানিয়ে দিয়োছে, তুলে নিতে হবে জিও-র তিনমাসের ফ্রি পরিষেবা ৷ অর্থাৎ একবার রিচার্জ করে, তিন মাসের ফ্রি পরিষেবা ব্যবহারের দিকে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাই ৷ জিও-র তরফে জানানো হয় যে তারা ট্রাইয়ের নির্দেশ মেনে নেবে ৷ এবং আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই এই অফার বন্ধ করতে চলেছে ৷ তবে ঠিক কবে তা প্রত্যাহার করা হবে সেই বিষয়ে কোনও নির্দিষ্ট দিন জানানো হয়নি ৷
অন্যদিকে, আরো জানানো হয়েছে যে যারা ইতিমধ্যেই রিচার্জ করিয়ে ফেলেছেন বা বাতিল করার দিন ঘোষণা করা পর্যন্ত যারা এই রিচার্জ করবেন তারা বিনামূল্যে এই পরিষেবা পাবেন তিন মাস অবধি ৷ ফলে রিচার্জ করানোর হিড়িক পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে ৷
আর তাতেই আপত্তি এয়ারটেলের ৷ এয়ারটেলের অভিযোগ, ট্রাইয়ের নির্দেশ মেনে সঙ্গে সঙ্গে এই অফার বন্ধ করে দেওয়া উচিৎ ছিল জিও-র ৷ এখনও পর্যন্ত এই অফার চালু রেখে ট্রাইয়ের নির্দেশকে অমান্য করা হয়েছে ৷ অন্যদিকে মানুষ এই খবর জানানর পর থেকে আরও বেশি রিচার্জ করছে ৷ ফলে দেশের টেলি নিয়ামক সংস্থাকে এই বেনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে এয়ারটেল৷
advertisement
advertisement
এয়ারটেলের অভিযোগ শুধু তাই নয়, সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় আগ্রাসী প্রচার চালাচ্ছে ৷ এর বিরুদ্ধে ট্রাই-এর হস্তক্ষেপও দাবি করেছে এয়ারটেল৷
গত একবছর সম্পূর্ণ বিনামূল্যে কল এবং ইন্টারনেট পরিষেবা দেওয়ার পর জিও বাজারে এনেছে তাদের প্রাইম প্যাক ৷ সেখানে গ্রাহকদের ৯৯ টাকা দিয়ে সিম প্রাইম-এ আপগ্রেড করার পর মাসিক ৩০৩ টাকা রিচার্জের বিনিময় ফ্রি ডেটা ও কল পরিষেবা ব্যবহারের সুযোগ করে দিয়েছে জিও ৷ প্রাইমে আপগ্রেড করার শেষ তারিখ গত ৩১ মার্চ থাকলেও সেই সময়সীমা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় সংস্থা ৷ পাশাপাশি  ‘সামার সারপ্রাইজ’ প্রকল্পে ১৫ এপ্রিলের মধ্যে ৯৯ টাকায় নথিভুক্তির পাশাপাশি প্রথম রিচার্জে ৩০৩ বা তার বেশি টাকা দিলেই আরও তিন মাস নিখরচায় পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করে জিও ৷ কিন্তু সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয় যে ট্রাইয়ের পরামর্শ মেনেই এই অফার প্রত্যাহার করারই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷ অবশ্য ইতিমধ্যেই যে-সব জিও-প্রাইম গ্রাহকরা ওই পরিষেবা নিয়েছেন, তাঁদের আশ্বস্ত করে সংস্থা জানিয়েছে, শুধু তাঁরাই নন, যাঁরা এই পরিষেবা বন্ধ হওয়ার আগে তা নেবেন, সকলেই সমস্ত সুযোগ-সুবিধা পাবেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সামার সারপ্রাইজ অফার চালু রেখেছে জিও, অভিযোগ এয়ারটেলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement