Airtel News: রেলপথ কিংবা হাইওয়ে নিরবচ্ছিন্ন পরিষেবা পাবেন গ্রাহকরা, বড় ঘোষণা এই মোবাইল নেটওয়ার্ক সংস্থার

Last Updated:

কলকাতা, পার্শ্ববর্তী অঞ্চল, হাওড়া হুগলী-সহ বিস্তীর্ণ অঞ্চলে এই নতুন পরিসেবা বিস্তার করেছে এয়ারটেল। ফলে ভয়েস এবং ডেটা সাশ্রয়ের পাশাপাশি কভারেজের ক্ষেত্রেও উন্নত পরিসেবা দিতে তাঁরা সক্ষম হবে বলেই জানিয়েছে এই মোবাইল নেটওয়ার্ক সংস্থা।

বড় ঘোষণা এয়ারটেলের পক্ষ থেকে
বড় ঘোষণা এয়ারটেলের পক্ষ থেকে
কলকাতা: এয়ারটেল গ্রাহকদের জন্য বড় সুখবর। বুধবার, নতুন স্পেকট্রাম যোগ করার ফলে এবার থেকে আরও উন্নত মানের পরিসেবা পাবেন গ্রাহকরা। বুধবার, রীতিমত বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল মোবাইল নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল।
ইতিমধ্যেই ১৮০০ ব্যান্ডউইথের ৫ মেগাহার্টজ স্পেকট্রাম যোগ করা হয়েছে। ফলে, ঘরে এবং গোটা এলাকায় এবার থেকে আরও উন্নত পরিসেবা পেতে চলেছেন এয়ারটেল ব্যবহারকারীরা।
কলকাতা, পার্শ্ববর্তী অঞ্চল, হাওড়া হুগলী-সহ বিস্তীর্ণ অঞ্চলে এই নতুন পরিসেবা বিস্তার করেছে এয়ারটেল। ফলে ভয়েস এবং ডেটা সাশ্রয়ের পাশাপাশি কভারেজের ক্ষেত্রেও উন্নত পরিসেবা দিতে তাঁরা সক্ষম হবে বলেই জানিয়েছে এই মোবাইল নেটওয়ার্ক সংস্থা।
advertisement
advertisement
শুধু শহরেই নয় বিভিন্ন হাইওয়েতে কিংবা রেলপথে নেটওয়ার্ক পাওয়া যায় না বলে অভিযোগ জানান অনেক গ্রাহক। এবার সেই সমস্যাও সমাধান হবে বলে জানিয়েছে এই সংস্থা।
advertisement
এয়ারটেলের বিভিন্ন স্পেকট্রামের মধ্যে ৯০০, ১৮০০, ২১০০, ২৩০০ ব্যান্ড বর্তমান আছে, এর মধ্যে থেকে মিড ব্যান্ড স্পেকট্রামেই গ্রাহক সংখ্যা সবথেকে বেশি বলে জানিয়েছে এই মোবাইল নেটওয়ার্ক সংস্থা। গতির সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতির ৫জি এবং ৪জি নেটওয়ার্ক ব্যবস্থাও ঢেলে সাজিয়েছে তাঁরা। এরপর থেকেই মিড ব্র্যান্ড আরও উন্নত করার কাজ শুরু করে এই সংস্থা। মিড ব্র্যান্ডের মধ্যে দিয়ে ৫জি পরিসেবা যাতে আরও উন্নত, দ্রুত এবং সাশ্রয়ী উপায়ে সম্ভব হয় সেইদিকেই নজর দিয়েছিল এয়ারটেল। আর বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সুখবর জানাল এই মোবাইল নেটওয়ার্ক সংস্থা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Airtel News: রেলপথ কিংবা হাইওয়ে নিরবচ্ছিন্ন পরিষেবা পাবেন গ্রাহকরা, বড় ঘোষণা এই মোবাইল নেটওয়ার্ক সংস্থার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement