আরোগ্য সেতু অ্যাপের বাগ বা ত্রুটি ধরলেই ১ লক্ষ টাকা পুরস্কার দেবে সরকার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নীতি আয়োগ ‘আরোগ্য সেতু' অ্যাপের সোর্স কোড প্রকাশ করল।
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই ‘Aarogya Setu’ অ্যাপ এনেছে কেন্দ্র। ‘আরোগ্য সেতু’ নামে এই অ্যাপ আপনার ফোনে ইন্সটল করা থাকলে আপনার কাছাকাছি কোনও করোনা আক্রান্ত এলে নোটিফিকেশন পেয়ে যাবেন। লোকেশন ও ব্লুটুথ, এই দুটি ব্যবহার করে এই তথ্য জানাবে কেন্দ্রীয় সরকার। Google Play Store ও Apple Store- থেকে ডাউনলোড করা যাচ্ছে ‘আরোগ্য সেতু’ অ্যাপ।
কিন্তু এই অ্যাপের নিরাপত্তা নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে। এবার নীতি আয়োগ ‘আরোগ্য সেতু' অ্যাপের সোর্স কোড প্রকাশ করল। এর পাশাপাশিএটাও ঘোষণা করেছে যে, যে ব্যক্তি এই অ্যাপের মধ্যে থেকে ত্রুটি খুঁজে বার করতে পাড়বে তাদের সরকার পুরস্কার দেবে।
Aarogya Setu Bug Bounty Program - call upon the developer community to join hands to help make Aarogya Setu more robust and secure. Those identifying vulnerabilities, bugs or code improvement stand to get recognized and win cash awards too.#SetuMeraBodyguard#IndiaFightsCorona pic.twitter.com/zXWd9jfdQP
— Aarogya Setu (@SetuAarogya) May 26, 2020
advertisement
advertisement
কিছু সপ্তাহ আগেই ট্যুইট করে এক ফরাসি এথিকাল হ্যাকার আরোগ্য সেতু অ্যাপটির সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। এলিয়ট অল্ডারসন নামে সেই হ্যাকার টুক করে লেখেন, '৯ কোটি ভারতীয়র লোকেশনের মত ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। যে কোনও সময় কোনও হ্যাকার হাতিয়ে নিতে পারে এই তথ্যগুলি।' এর উত্তরে একটি বিবৃতি জারি করল কেন্দ্র। সেই বিবৃতিতে লেখা আছে যে, এথিকাল হ্যাকারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। আরোগ্য সেতু অ্যাপে তথ্য চুরির সম্ভাবনার কোনও প্রমাণ দিতে পারেননি সেই হ্যাকার। সেই বিবৃতিতে আরোগ্য সেতু টিম জানিয়েছে যে খুব সুরক্ষিত পদ্ধতিতে এনক্রিপটেড সার্ভারে সংরক্ষিত থাকে ব্যবহারকারীদের তথ্য। অ্যাপ ব্যবহারকারীদের লোকেশনের তথ্য প্রকাশ্যে এসে যাবার কোন সম্ভাবনা নেই।
view commentsLocation :
First Published :
May 27, 2020 12:46 PM IST