মাত্র ৩০ সেকেন্ডে আউট অফ স্টক রেডমির নতুন ফোন ! আবার কবে পাওয়া যাবে Redmi 9 Power ?

Last Updated:

জেনে নিন Redmi 9 Power-এর স্পেসিফিকেশন ও দাম...

Redmi 9 Power: চলতি বছরে একাধিক স্মার্টফোন ও ফিটব্যান্ড লঞ্চের পর Redmi-র এ বছরের ফাইনাল লঞ্চ ছিল Redmi 9 Power স্মার্টফোনটি। ১৮ ডিসেম্বর ভারতে ফোনটিকে লঞ্চ করেছিল কোম্পানি। আজ, ২২ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ফোনটি সেল শুরু হয়। আর বিক্রি শুরু হতেই মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে যায় রেডমি ৯ পাওয়ার। শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন ট্যুইট করে এই খবরটি জানান। তিনি ট্যুইটে লেখেন, 'রকিং স্টার্ট করেছে #Redmi9Power। আজ প্রথম দিনের ফ্ল্যাশ সেলে ৩০ সেকেন্ডেরও কম সময় পুরো স্টক বিক্রি হয়ে যায়। যদি আজ আপনি ৬০০০ এমএএইচ এর ব্যাটারি-সহ ফোনটিকে না কিনতে পেরে থাকেন, তাহলে পরবর্তী সেল রয়েছে ২৯ ডিসেম্বরে।'
জেনে নিন Redmi 9 Power-এর স্পেসিফিকেশন ও দাম...
Redmi 9 Power-এর ক্যামেরা - Mi-এর ফোনে থাকছে 48MP কোয়াড ক্যামেরা। রয়েছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। পাশাপাশি এই ফোনে রয়েছে ডেপথ সেন্সর, মাইক্রো লেন্স। এর ফলে যে কোনও মুহূর্ত দ্রুত ফ্রেমবন্দী করা সম্ভব হবে। থাকছে 8MP সেলফি ক্যামেরা ও ফেস আনলকের ব্যবস্থাও। ভিডিওর ক্ষেত্রে পাওয়া যাবে টাইম ল্যাপ্স, কালার ফোকাস ও নাইট মোডের সুবিধা।
advertisement
advertisement
advertisement
দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ ও ফাস্ট চার্জিং - Mi-এর বাজেট ফোনটিতে সব চেয়ে বেশি ফোকাস করা হচ্ছে এর ব্যাটারিতে। Redmi 9 Power-এ থাকছে 6000 mAh ব্যাটারি। সঙ্গে 22.5w ফার্স্ট চার্জার। যা ফোনের সঙ্গেই পাওয়া যাবে। রয়েছে আল্ট্রা ব্যাটারি সার্ভার মোড। সংস্থার তরফে দাবি করা হচ্ছে একবার ফুল চার্জ দিলে ৪৫ ঘণ্টা পর্যন্ত কল ও ১০ ঘণ্টা পর্যন্ত ভিডিও কল করা যাবে।
advertisement
সিনেমাটিক ভিউ ও ফুল HD ডিসপ্লে - Mi-এর এই ফোনটিতে শুধু ব্যাটারি নয়, এর অ্যাপিয়ারেন্স ও লুকের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। 19.5:9 আসপেক্ট রেশিও রয়েছে এই ফোনে। পাশাপাশি থাকছে ফুল HD ও IPS ডিসপ্লে।
কোয়ালকম প্রসেসর - কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 662 প্রসেসরের এই ফোনটিতে রয়েছে পাওয়ার এফিসিয়েন্ট অক্টা-কোর 11 nm প্রসেস টেকনোলজির 2.0GHz স্পিড যুক্ত প্রসেসর। যা পাওয়ার কনসাম্পশন কমাতে সাহায্য করবে।
advertisement
অন্যান্য ফিচার- এটিতে গোরিলা গ্লাস ৩ দেওয়া হয়েছে। যাতে হাত থেকে পড়লে সহজে স্ক্রিনে কোনও সমস্যা না হয়। রয়েছে স্প্যাশ প্রুফ ন্যানো কোটিং ও অটো ক্লিনিং স্পিকার।
দাম - ফোনটি 4GB RAM-এই শুধু পাওয়া যাবে। তবে ইন্টারনাল মেমোরির ক্ষেত্রে দু'টো অপশন পাওয়া যাবে। 64GB ও 128GB। 64GB-র দাম ১০ হাজার ৯৯৯ টাকা ও 128GB-র দাম ১১ হাজার ৯৯৯ টাকা। মোট চারটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। মাইটি ব্ল্যাক, ব্লেজিং ব্লু, ইলেক্ট্রিক গ্রিন, ফ্লেরি রেড।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ৩০ সেকেন্ডে আউট অফ স্টক রেডমির নতুন ফোন ! আবার কবে পাওয়া যাবে Redmi 9 Power ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement