Gmail: অভিজ্ঞতা হবে আরও দারুণ, সঙ্গে থাক Gmail ব্যবহারের এই ৫ অভিনব টিপস!
- Published by:Piya Banerjee
Last Updated:
Gmail: এক নজরে দেখে নেওয়া যাক জিমেলের ৫ গুরুত্বপূর্ণ ফিচার।
#নয়াদিল্লি: বর্তমানে প্রায় সকলের একটি জিমেল (Gmail) অ্যাকাউন্ট রয়েছে। এটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অফিসিয়াল এবং ব্যক্তিগত কাজে। এই জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করা যায় স্মার্টফোনে। এর ফলে অনেক সহজেই জিমেল ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য ও ডকুমেন্ট শেয়ার করা যায় অন্যের সঙ্গে। এর ফলে জিমেল একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ বর্তমান সময়ে। বিভিন্ন ধরনের মেল পাঠানোর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক নজরে দেখে নেওয়া যাক জিমেলের ৫ গুরুত্বপূর্ণ ফিচার।
১) জিমেলের ইনবক্সের থিম বেছে নেওয়ার উপায় -
জিমেল ইউজাররা নিজেদের ইনবক্সের ব্যাকগ্রাউন্ডে বেছে নিতে পারে যে কোনও ধরনের থিম। এর জন্য প্রথমেই ক্লিক করতে হবে জিমেলের সেটিং অপশন এবং সেখান থেকে যেতে হবে থিম অপশনে। এছাড়াও নিজেদের ইমেলের লেবেল অর্গানাইজ করা সম্ভব। এর জন্য প্রথমেই অ্যাড করতে হবে ইমেলের লেবেল, এরপর সেই মেল সিলেক্ট করতে হবে, এরপর ক্লিক করতে হবে লেবেল অপশনে। এরপর ইমেলে সেই লেবেল শো করবে।
advertisement
২) জিমেলের ইনবক্সের ক্যাটাগরি চেক করার উপায় -
জিমেলের ইনবক্সের অটোমেটিকালি অর্গানাইজ করা সম্ভব। জিমেল নিজে থেকেই বিভিন্ন ধরনের মেলের ক্যাটাগরি নির্বাচন করে। যেমন- যদি কোনও শপিং সাইট থেকে কোনও ধরনের মেল করা হয় তাহলে সেই মেল জিমেলের প্রোমোশন ট্যাবের মধ্যে চলে যাবে।
advertisement
৩) নিজেদের মেল খুঁজে পাওয়ার উপায় -
প্রয়োজনের সময় নিজেদের মেল খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করতে হবে জিমেলের সার্চ অপশন। নিজেদের মেল খুঁজে পাওয়ার জন্য সার্চ অপশনে গিয়ে ক্লিক করতে হবে সার্চ বক্সে। সেখানে প্রয়োজনীয় তথ্য এন্টার করলেই বেড়িয়ে যাবে সেই প্রয়োজনীয় মেল।
advertisement
৪) মেল না খুলেই তা ম্যানেজ করার উপায় -
মেল না খুলেই নির্দিষ্ট কয়েকটি উপায়ে তা ম্যানেজ করা যায় জিমেলে। সেই মেল না খুলে রাইট ক্লিক করে সেই মেল মুভ, আর্কাইভ, মিউট, ফিল্টার করা যায়। এছাড়াও নতুন ইউন্ডো ওপেন করা যায়। এছাড়াও ভুল করে অন্যকে মেল সেন্ড করে দিলে সেই মেল আন্ডু করা যায়। এছাড়া যার কাছে ভুল করে মেল চলে গিয়েছে তাকে মেসেজ পাঠানো সম্ভব।
advertisement
৫) ভিডিও কল শুরু করার উপায় -
জিমেলের মাধ্যমে ভিডিও কল শুরু করা যেতে পারে। এর জন্য প্রথমেই তাকে অ্যাড করতে হবে গুগল চ্যাট লিস্টে। এরপর ইনবক্স থেকেই শুরু করে দেওয়া যাবে তার সঙ্গে ভিডিও কল।
Location :
First Published :
February 07, 2022 11:17 PM IST