Pilu | Bengali Serial: তবে কী এবার আহির-রঞ্জার বিয়ে? কী হবে পিলুর? ফিরে আসছে ইষ্টিকুটুম-এর স্মৃতি !

Last Updated:

Pilu | Bengali Serial: কোন পথে এগোবে 'পিলু' ধারাবাহিকের গল্প ! জেনে নিন

দশ নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাবিক পিলু। এর রেটিং পয়েন্ট ৭.৬।
দশ নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাবিক পিলু। এর রেটিং পয়েন্ট ৭.৬।
#কলকাতা: সিরিয়াল শুরুর পর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে 'পিলু' (pilu)। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন মেঘা দাঁ। আর নায়কের চরিত্রে রয়েছেন গৌরব রায় চৌধুরি। গৌরব টেলিভিশনের পরিচিত মুখ। কিন্তু নায়িকা হিসেবে মেঘার এটাই প্রথম কাজ। মেঘাই নাম ভূমিকায় অভিনয় করছেন। তাঁর নামই পিলু (Pilu | Bengali Serial)।
গান নিয়েই এগোবে গল্প। পুরুলিয়ার গ্রাম থেকে শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য চন্দন নগরের সুরমণ্ডল নামের এক বাড়িতে এসে পড়ে পিলু। তাঁকে এই বাড়িতে নিয়ে আসে আহির। তবে ঘটনা চক্রে সুরমণ্ডলের যিনি গুরুজি পিলু তাঁরই মেয়ে। সে কথা জানে না পিলু। কারণ এই বাড়িতে নতুন করে বিয়ে করে অন্য এক বউ মেয়েও রয়েছে সেই গুরুজির। এদিকে পিলুর মা নিজেই মেয়েকে নিয়ে সরে গিয়েছেন আদিত্যর জীবন থেকে। গুরুজি জানেনই না, তাঁর আরও একটা মেয়ে আছে। পিলুও(Pilu | Bengali Serial) চেনে না বাবাকে। এ পর্যন্ত ঠিক ছিল।
advertisement
advertisement
advertisement
কিন্তু বিষয়টা হল পিলু ও আহিরের বিয়ে নিয়ে। গ্রামের পরবে গিয়ে ঘটনাচক্রে মালা বদল ও সিঁদুর ছিঁটকে পরে পিলুর(Pilu | Bengali Serial) মাথায়। আর গ্রামের লোক এই ভুলবশত ঘটে যাওয়া ঘটনাকেই বিয়ে বলে মেনে নেয়। পিলুও মনে মনে এটাকে বিয়ে বলেই বিশ্বাস করে। এবং সত্যিই মাথায় সিঁদুর নিয়ে সে এসে পৌঁছায় ফের সুরমণ্ডলে। যেখান থেকে তাঁকে চোর বদনাম নিয়ে চলে যেতে হয়েছিল।
advertisement
advertisement
সিরিয়ালের এই গতি পথ অনেকটাই মিলে যাচ্ছে 'ইষ্টিকুটুম' ধারাবাহিকের সঙ্গে। সেখানেও বাহামণির সঙ্গে এমনই এক গ্রাম্য পরিবেশে বিয়ে হয়েছিল ঋষি কৌশিকের। এবং বাধ্য হয়ে বাহাকে বাড়ি আনতে হয়েছিল নায়ককে। এদিকে সেখানে তাঁর সঙ্গে বিয়ে হয় বহুদিনের প্রেমিকার(Pilu | Bengali Serial) সঙ্গে। স্ত্রীর পরিচয় গোপন করেই এখানে থেকে যায় বাহা।
advertisement
advertisement
পিলু ধারাবাহিকেও বিষয়টা অনেকটা তেমন হয়ে দাঁড়াচ্ছে। আহির এই বিয়ে মানে না। পিলু মানে। এদিকে রঞ্জা গুরুজির এই পক্ষের মেয়ে ভালবাসে আহিরকে। তবে বিয়ে হবে রঞ্জা-আবিরের? আর পিলু কি বাহার মতোই স্ত্রীর পরিচয় লুকিয়ে এখানেই থেকে যাবে? এই সব প্রশ্ন দানা বাঁধছে দর্শকের মনে। তবে কি সত্যিই ইষ্টিকুটুম-এর পথেই এগোবে পিলু। যদিও সে কথা সিরিয়াল না এগোলে বোঝা মুশকিল(Pilu | Bengali Serial)। তবে নেটিজেনরা এই নিয়ে শুরু করেছেন তুমুল চর্চা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pilu | Bengali Serial: তবে কী এবার আহির-রঞ্জার বিয়ে? কী হবে পিলুর? ফিরে আসছে ইষ্টিকুটুম-এর স্মৃতি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement