Year Ender 2023: AI-এর ২০২৩ সাল! এই পাঁচটি চ্যাটবট আলোড়ন তুলল ইতিহাসে
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
২০২৩ সালের জানুয়ারি মাসেই সাফল্যের সোপান রচনা করে ফেলেছিল ChatGPT। কিন্তু তারপরের ১২ মাসে একে একে এসেছে আরও অনেক চ্যাটবট।
Year Ender 2023: শেষ হতে চলল ২০২৩ সাল। এই বছরটি মানবসভ্যতার ইতিহাসে একটি দিকচিহ্ন হয়ে থাকবে। যদিও কৃত্রিম মেধা বা AI কোনও ভাবেই নতুন শব্দ নয়, অনেক আগেই Google Assistant, Siri-সহ অন্য অনেক এআই অ্যাসিস্ট্যান্টদের দেখা গিয়েছে। কিন্তু ঠিক এই বছরই OpenAI-এর কল্যাণে AI-কে দেখা গিয়েছে নতুন অবতারে। আর তা-ই ভবিষ্যৎ প্রযুক্তির দিশা দেখাতে পারে বলে মনে করেছেন সকলে।
২০২৩ সালের জানুয়ারি মাসেই সাফল্যের সোপান রচনা করে ফেলেছিল ChatGPT। কিন্তু তারপরের ১২ মাসে একে একে এসেছে আরও অনেক চ্যাটবট। দেখে নেওয়া যাক এক নজরে—
ChatGPT—
OpenAI-এর এই চ্যাটবটের একেবারে নতুন অভিজ্ঞতার জন্য তৈরি হয়েছে। ChatGPT এখন ৪.০ সংস্করণে পৌঁছেছে। এর উত্তরসূরিরাও একে একে আসতে চলেছে। AI চ্যাটবটটি Microsoft-এর Bing এবং Microsoft Edge ব্রাউজারের মতো পণ্যগুলির অংশ। ChatGPT প্রায় মানুষের মতো কর্মক্ষমতা দেখিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এর প্রতিক্রিয়া নিরন্তর উন্নত হচ্ছে এবং ক্রমাগত নির্ভুলতা প্রদান করার চেষ্টা করছে। ChatGPT-এর ক্ষেত্রে গেম চেঞ্জার ছিল ইন্টারনেটে এর অ্যাক্সেস। যার ফলে AI মডেলটি প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত উন্নতি করেছে।
advertisement
advertisement
Bing Chat—
OpenAI-এর সঙ্গে চুক্তির জন্য Microsoft-ই প্রথম ChatGPT-ব্যবহার করে Bing Chat-এর জন্ম দিয়েছে। AI চ্যাটবট সার্চ ইঞ্জিন Bing-এ একীভূত করা হয়েছে। এই একই সুবিধা পাওয়া যায় Edge ব্রাউজারেও। সংস্থা এটিকে একটি মৌলিকত্ব দেওয়ার জন্য AI-এর নিজস্ব কিছু বৈশিষ্ঠ্য যুক্ত করেছে।
Google Bard AI—
Google-এর ক্ষেত্রে AI এসেছে একটু ধীর গতিতে। Bard AI এখন সকলের মনোযোগ আকর্ষণ করছে। Gemini AI মডেল-এর সঙ্গে আগে থেকেই পরিচিত হওয়ার সুযোগ দিয়েছিল Google। Bard AI-এর অগ্রগতিতে তা আরও ত্বরাণ্বিত হয়েছে। Google জানিয়েছে, তাদের AI এখনও প্রশিক্ষণ মোডে রয়েছে, যাতে ভুল হওয়ার সম্ভাবনা কমে।
advertisement
Grok AI—
Twitter বা X, যে নামেই ডাকা হোক না কেন, এলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটিও এখন Grok AI-এর অঙ্গ। AI ইঁদুর দৌড়ে পাল্লা দিচ্ছে সে-ও। মাস্ক Grok AI চ্যাটবটকে ChatGPT এবং Google-এর Bard AI-এর থেকে ভাল বিকল্প বলে দাবি করেছেন। কারণ এটি নাকি আরও ‘মশলাদার প্রশ্নগুলির’ উত্তর দিতে পারে। মাস্কের দাবি, অন্য জনপ্রিয় চ্যাটবটগুলি এমন প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকে। GrokAI কাজ করতে পারে X (Twitter)-এর মাধ্যমেও। সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে প্ল্যাটফর্মে রিয়েল-টাইম জ্ঞান অ্যাক্সেস করতে পারে। এলন মাস্কের অবশ্য AI বিষয়ে পূর্ব অভিজ্ঞতা রয়েছে। একসময় OpenAI-এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নিবিড়।
advertisement
DALL-E 3
view commentsAI-বিশ্বের আরেকটি বড় উদ্ভাবন DALL-E 3। OpenAI অস্ত্রাগারেরও আর একটি হাতিয়ার। DALL-E 3 হল এমন একটি AI সফ্টওয়্যার যা একটি টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারে (Text-to-Image)। জটিল প্রম্পট থেকে ভিজ্যুয়াল তৈরি করতে সক্ষম এই কারিগরি প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের DALL-E-তে ছিল না। OpenAI এই বিশেষ ফিচার ব্যবহার করতে দিচ্ছে শুধু মাত্র তাঁদের যাঁরা Bing Chat-এর পরিষেবা নিচ্ছেন অর্থের বিনিময়ে। এছাড়া যাঁরা ChatGPT Plus ব্যবহার করেন, তাঁরাও পাবেন এই পরিষেবা।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2023 6:45 PM IST

