ভারতের বাজারে এল 2025 Yezdi Adventure, কত দামে মিলবে এই মোটর সাইকেল? জেনে নিন
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
2025 Yezdi Adventure: এই মডেলটির দাম শুরু হচ্ছে ২.১৫ লক্ষ টাকা থেকে (ex-showroom)। আবার এর টপ মডেলটির দাম প্রায় ২.২৭ লক্ষ টাকা (ex-showroom)।
কলকাতা: অবশেষে নিজেদের লাইন-আপ আপডেট করল Classic Legends-এর সহযোগী প্রতিষ্ঠান Jawa Yezdi Motorcycles। সম্প্রতি তারা লঞ্চ করল Adventure-এর লেটেস্ট অবতার। এই মডেলটির দাম শুরু হচ্ছে ২.১৫ লক্ষ টাকা থেকে (ex-showroom)। আবার এর টপ মডেলটির দাম প্রায় ২.২৭ লক্ষ টাকা (ex-showroom)।
সারা দেশে Jawa Yezdi-র অথোরাইজড ডিলারশিপ রয়েছে যেখানে, সেখানে গিয়েই এই বাইকটি কিনতে পারবেন আগ্রহী গ্রাহকরা। শুধু তা-ই নয়, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কেনা যেতে পারে এই মোটর সাইকেলটি।
নতুন কী থাকতে চলেছে?
advertisement
সেরা আপডেটগুলির বিষয়ে কথা বলতে গেলে, এর থাকছে আপডেটেড ফ্রন্ট ফেসিয়া। থাকতে চলেছে একটি পুরোপুরি LED ট্যুইন হেডলাইট সেট-আপ। দুই দিকেই থাকবে স্লিক গোলাকার সাইড ইন্ডিকেটর। সেই সঙ্গে থাকতে চলেছে ঠিকঠাক-মাপের একটি ট্রান্সপারেন্ট অ্যাডজাস্টেবল ভাইসর, যার উপরে থাকবে ডটেড এলিমেন্ট। আর ফ্রন্টে রাখা হয়েছে আপলিফটেড ফেন্ডার্স।
advertisement
আরও পড়ুন- ভারতীয় পোস্টের অভিনব উদ্যোগ! এবার সুন্দরবনের ৮ কিংফিশারকে দেখা যাবে পোস্ট কার্ডে
সাইড থেকে সেই একই দুর্ধর্ষ এবং অ্যাগ্রেসিভ স্টাইল স্টেটমেন্ট বহন করবে এই মোটরসাইকেল। এর সঙ্গে থাকবে উন্নত ফেন্ডার, যার উপরে রয়েছে ৬৯ ব্যাজিং এবং স্টাইলিশ ও অ্যাডভেঞ্চার গ্রাফিক্স। এই সংস্থা নিজেদের ১৫.৫ লিটারের জ্বালানি ট্যাঙ্কের বিকল্পটি আগের মতোই বজায় রেখেছে। যদিও এতে কিছুটা গ্র্যাফিক্যাল আপডেট দেওয়া হয়েছে। যার ফলে মোটর সাইকেলটিকে আগের তুলনায় আরও আকর্ষণীয় দেখাবে।
advertisement
রিয়ার আপডেট:
রিয়ার প্রোফাইলের কথা উঠলে চেহারায় তীক্ষ্ণতার জন্য আনা হয়েছে একটি নতুন ট্যুইন-LED টেইল ল্যাম্প। নীচের দিকে গেলে দেখা যাবে যে, সেখানে রয়েছে একটি ম্যাট ফিনিশ সেন্ট্রাল একজস্ট সিস্টেম। রাস্তায় ছোটার সময় যা এই বাইককে আরও আকর্ষণীয় করে তুলবে।
এই বাইকে থাকতে চলেছে চিরাচরিত wire-spoke হুইলস। সামনের দিকে ২১ ইঞ্চি এবং পিছনের দিকে ১৭ ইঞ্চি পর্যন্ত আকারের হবে এটি। সমস্ত ভূখণ্ডে যাতে মসৃণ ভাবে এটি দৌড়তে পারে, তার জন্য ড্যুয়াল-পারপাস টায়ার রাখা হয়েছে।
advertisement
ইঞ্জিন এবং পাওয়ার:
কেন্দ্রবিন্দুর ক্ষেত্রে এবারেও আর কিছু পরিবর্তন আনা হয়নি। যার অর্থ হল, গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন একটি OBD2 OBD2 emission-compliant 334cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিক্যুইড-কুলড ইঞ্জিন। এটি সর্বোচ্চ ২৯ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে এবং সেই সঙ্গে ২৯.৯ এনএম টর্ক উৎপাদন করে। এই ইউনিটের সঙ্গে রাখা হয়েছে একটি ৬-স্পিড গিয়ারবক্স। এর মধ্যে একটি অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 7:52 PM IST