2024 Maruti Suzuki Swift: গ্রাহকদের জন্য দারুণ সুখবর, শীঘ্রই বাজারে আসবে 2024 Maruti Suzuki Swift, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ফিচার
- Written by:Trending Desk
- local18
- Published by:Uddalak B
Last Updated:
আগামী বছরেই চালু হতে পারে গাড়িটি। তবে নিশ্চিত ভাবে কবে তা বাজারে আসবে, সেটা জানা যায়নি।
এই মুহূর্তে যাঁরা গাড়ি কিনতে চাইছেন, তাঁরা আরও কয়েকটা দিন অপেক্ষা করে যান। কারণ খুব শীঘ্রই ভারতে আপডেটেড ২০২৪ মডেল Swift লঞ্চ করতে চলেছে দেশের অন্যতম প্রধান গাড়ি নির্মাতা সংস্থা Maruti Suzuki। আর অফিসিয়াল লঞ্চের আগে এই গাড়ির ঝলক প্রকাশ্যে এসেছে Jpan Mobility Show-এ। সেখানে গাড়ির সম্পূর্ণ ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচারের বিষয়েও জানা গিয়েছে। তবে বর্তমানে গাড়ির আকার এবং মাইলেজ সংক্রান্ত তথ্যও অনলাইনে প্রকাশ করা হয়েছে। কয়েকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, আগামী বছরেই চালু হতে পারে গাড়িটি। তবে নিশ্চিত ভাবে কবে তা বাজারে আসবে, সেটা জানা যায়নি।
2024 Maruti Swift-এর মাপ:
আসন্ন এই Maruti Suzuki Swift-এর আকার বড় হতে পারে। আশা করা হচ্ছে যে, নয়া গাড়িটি ১৬৯৫ এমএম প্রশস্ত এবং ১৫০০ এমএম লম্বা হতে পারে। তবে কয়েকটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, সাম্প্রতিক মডেলের মতোই একই ধরনের হুইলবেস বহন করবে এই নতুন গাড়ির হ্যাচব্যাক।
advertisement
advertisement
আরও পড়ুন – বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জলাশয় থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ, হঠাৎ চাঞ্চল্য
2024 Maruti Swift-এর আপডেট:
ডিজাইনের বিষয়ে কথা উঠলে বলতেই হবে যে, ২০২৪ মডেলে কিছু লক্ষণীয় কসমেটিক পরিবর্তন আসতে চলেছে। এই গাড়িতে থাকতে পারে লেটেস্ট হেডলাইট সেট-আপ। সঙ্গে থাকবে সি-শেপড এলইডি টেইল্যাম্পস। এখানেই শেষ নয়, ফ্রন্ট প্রোফাইলেও থাকতে পারে আরও কিছু আপডেট। এর পাশাপাশি একটি নতুন বাম্পার, গ্রিল এবং স্লিক বনেটও আসতে পারে। আবার সাইড প্রোফাইলের ক্ষেত্রেও আসতে পারে বদল। গাড়িটিতে সি-পিলার মাউন্টেডের বদলে থাকবে কনভেনশনাল ডোর হ্যান্ডেল।
advertisement
2024 Maruti Swift -এর ইঞ্জিন:
আসন্ন এই মডেলটি চতুর্থ প্রজন্মের মডেল Swift। যা লেটেস্ট ১.২ লিটার এবং ৩-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হবে। এর ফলে সর্বাধিক ১০০ বিএইচপি এবং ১৫০ এনএম শক্তি উৎপাদন করা সম্ভব হবে। এই গাড়িটি আসবে নর্ম্যাল এবং হাইব্রিড উভয় অবতারেই। যার ফলে এই দুই অবতারেই মাইলেজ মিলবে যথাক্রমে প্রতি লিটারে ২৩.৪০ কিলোমিটার এবং প্রতি লিটারে ২৪.৫০ কিলোমিটার।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 21, 2023 4:13 PM IST










