কাকিনারায় পাবজী গেমের আসর থেকে উদ্ধার ১২ কিশোর, গ্রেফতার ২ অভিযুক্ত
Last Updated:
পুলিশ এসে দুই জন কে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত ১২টি দামি এনরয়েড মোবাইল সেট, ওয়াইফাই রাউটার সহ নানা সরঞ্জাম।
#কাকিনাড়া: কাকিনাড়া মাদ্রালের এক পাবজী গেমের আসর থেকে উদ্ধার ১২ জন স্কুল পড়ুয়া। পুলিশ গ্রেপ্তার করলো দুই মালিককে।
কেউ প্রাইভেট টিউশান, আবার কেউ অন্য অছিলায় ঢুকে পড়তো অনিল সাউ এর দোকানে গেম খেলতে। অন্ধকার দোকানে হাফ সাটার বন্ধ অবস্থায় Mobile হাতে নিয়ে চলতো পাবজি গেম সহ নানা আকর্ষণীয় ভিডিও গেম।
যাদের বাড়িতে মোবাইল ধরা মানা, তারাই এখানে ভিডিও গেম খেলতে ভীড় জমাতো। এলাকার বাসিন্দাদের বোঝার ক্ষমতাই হতো না, কারন দোকানের সাটার অর্ধেক বন্ধ থাকতো বলে। কিন্তু দোকানের বাইরে সাইকেল আর জুতোর ভীর ক্রমশ সন্দেহ বাড়তে থাকে এলাকার বাসিন্দাদের। আর সন্দেহের বশে দোকানে হানা দিতেই সবার চক্ষু ছানাবড়া। অন্ধকারে চৌকির উপর মজাশে চলছে পাবজী গেমের ১০-১১ জন ক্ষুদে বাচ্চাদের প্রতিযোগিতা। এরপরে এলাকার বাসিন্দারা ভাটপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে দুই জন কে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত ১২টি দামি এনরয়েড মোবাইল সেট, ওয়াইফাই রাউটার সহ নানা সরঞ্জাম।
advertisement
advertisement
বাচ্চাদের অভিভাবকদের অভিযোগ বারংবার বারন করা সত্ত্বে ও দোকানদার খেলতে দিতো। প্রশাসন ব্যবস্থা না নিলে বাচ্চারা নেশাগ্রস্থ হয়ে পড়ছে।
তবে স্থানিয় বাসিন্দাদের এবং বাচ্চাদের অভিভাবকদের অভিযোগ এর ভিত্তিতে দোকানটি বন্ধ করে দেয় ভাটপাড়া থানার পুলিশ।
view commentsLocation :
First Published :
August 29, 2019 1:51 AM IST