পিডিপি-র সঙ্গে জোট ভেঙেই জম্মু, লাদাখকে নিশানা বিজেপির, টার্গেট ২০১৯ !

Last Updated:

সম্প্রতি উপত্যকায় বিজেপি-পিডিপি জোট ভাঙনের জেরে সরগরম জাতীয় রাজনীতি ৷ জোটে ভাঙনের জেরে উপত্যকার শান্তি মুখ থুবড়ে পড়তে চলেছে ৷

#লখনউ: সম্প্রতি উপত্যকায় বিজেপি-পিডিপি জোট ভাঙনের জেরে সরগরম জাতীয় রাজনীতি ৷ জোটে ভাঙনের জেরে উপত্যকার শান্তি মুখ থুবড়ে পড়তে চলেছে ৷ এমনই একাধিক অভিযোগে বারবার শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দলগুলি ৷ কিন্তু এরপরেও দমে থাকতে নারাজ বিজেপি ৷ জোট ভাঙনের পর বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷
শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে অমিত বলেন,
মোদি সরকার উপত্যকার উন্নয়নের জন্য ৮০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷ কিন্তু সেই টাকা জম্মু এবং লাদাখের উন্নয়নের জন্য কখনই সেখানে গিয়ে পৌঁছত না ৷ সেই কারণেই পিডিপি-র সঙ্গে জোট ভাঙনের সিদ্ধান্ত ৷
advertisement
advertisement
অন্যদিকে, এদিন মধ্যপ্রদেশের রাজগঢ় জেলায় মোহনপুরা সেচ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ মোদি বলেন,
যে দলটি সবচেয়ে বেশিদিন ধরে দেশ শাসন করেছে, তারা কোনওদিন দেশের মানুষ ও তাঁদের কঠোর পরিশ্রমের প্রতি আস্থা দেখায়নি ৷ একটি পরিবারকে বারবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে তুলে আনার জন্য বিখ্যাত ব্যক্তিদের অপমান করা হয় ৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
advertisement
প্রসঙ্গত, রমজান মাসে জঙ্গি দমন অভিযান থেকে কাঠুয়া গণধর্ষণ মামলায় বিচারসহ নানা বিষয় নিয়ে দুই দলের মধ্যে মতভেদ চরমে পৌঁছয় ৷ বিজেপির অভিযোগ, পিডিপি চায় সংঘর্ষবিরতি চুক্তি বজায় থাকুক ৷ কিন্তু উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ার জেরে বিজেপি চায় সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহার করতে ৷ যার জেরেই পিডিপির উপর থেকে সমস্ত সমর্থন তুলে নেয় বিজেপি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পিডিপি-র সঙ্গে জোট ভেঙেই জম্মু, লাদাখকে নিশানা বিজেপির, টার্গেট ২০১৯ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement