পর্নছবিতে কীভাবে এলেন সানি? উত্তর দেবে এই ছবি
Last Updated:
সানি লিয়ন, নাম শুনলেই অনেকে অভিনেত্রী কম বরং পর্নস্টার ভেবে ফেলেন ৷
#মুম্বই: সানি লিয়ন, নাম শুনলেই অনেকে অভিনেত্রী কম বরং পর্নস্টার ভেবে ফেলেন ৷ কিন্তু সানির কাছে এই পর্নস্টার ট্যাগটা সরানোই আসল উদ্দেশ্য ৷ আর তাই তো বিগবসে অংশ নিয়ে ভারতে এসেছিলেন সানি ৷ আর তারপর মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা ৷ একের পর এক ছবি ৷ টিভি শোয়ে সঞ্চালনা ? তবুও যেন নিজের অতীতকে কিছুতেই সরাতে পারছেন না, নিজের জীবন থেকে ৷ তবে এবার আর সরানো নয়, বরং অতীতকেই সানি বানাতে চলেছেন ভবিষ্যতের শক্ত খুঁটি ! শীঘ্রই সানি নিয়ে আসছেন নিজের বায়োপিক !
সানির কেরিয়ার জার্নি খুব একটা সহজ ছিল না ৷ সাধারণ ঘরের মেয়ে থেকে সোজা পর্নস্টার ৷ কীভাবে ঘটল সানির জীবনে নানা ঘটনা৷ সেটাই উঠে আসবে সানি লিয়নের বায়োপিক ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এ ৷ এটি মূলত ওয়েব সিরিজ ফরম্যাটেই মুক্তি পাবে ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়া সানি নিজেই শেয়ার করেছেন এই ওয়েব সিরিজের টিজার ৷ সানি লিখছেন, ‘আমার জীবন নিয়ে রহস্য শেষ ! খুব জলদিই খোলা বইয়ের মতো খুলে যাবে আমার জীবনের সব গল্প !’
advertisement
advertisement
My life will soon be an open book! My journey from #KarenjitKaur to @sunnyleone premieres on 16th July 2018 only on @ZEE5India - https://t.co/LiOTTxjreZ #ZEE5Originals #KarenjitKaurOnZEE5 @namahpictures @freshlimefilms pic.twitter.com/lzk6ixJMm0
— Sunny Leone (@SunnyLeone) July 1, 2018
advertisement
Location :
First Published :
July 02, 2018 5:52 PM IST