Home /News /entertainment /
পর্নছবিতে কীভাবে এলেন সানি? উত্তর দেবে এই ছবি

পর্নছবিতে কীভাবে এলেন সানি? উত্তর দেবে এই ছবি

Photo Credit: Instagram

Photo Credit: Instagram

সানি লিয়ন, নাম শুনলেই অনেকে অভিনেত্রী কম বরং পর্নস্টার ভেবে ফেলেন ৷

 • Share this:

  #মুম্বই: সানি লিয়ন, নাম শুনলেই অনেকে অভিনেত্রী কম বরং পর্নস্টার ভেবে ফেলেন ৷ কিন্তু সানির কাছে এই পর্নস্টার ট্যাগটা সরানোই আসল উদ্দেশ্য ৷ আর তাই তো বিগবসে অংশ নিয়ে ভারতে এসেছিলেন সানি ৷ আর তারপর মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা ৷ একের পর এক ছবি ৷ টিভি শোয়ে সঞ্চালনা ? তবুও যেন নিজের অতীতকে কিছুতেই সরাতে পারছেন না, নিজের জীবন থেকে ৷ তবে এবার আর সরানো নয়, বরং অতীতকেই সানি বানাতে চলেছেন ভবিষ্যতের শক্ত খুঁটি ! শীঘ্রই সানি নিয়ে আসছেন নিজের বায়োপিক !

  সানির কেরিয়ার জার্নি খুব একটা সহজ ছিল না ৷ সাধারণ ঘরের মেয়ে থেকে সোজা পর্নস্টার ৷ কীভাবে ঘটল সানির জীবনে নানা ঘটনা৷ সেটাই উঠে আসবে সানি লিয়নের বায়োপিক ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এ ৷ এটি মূলত ওয়েব সিরিজ ফরম্যাটেই মুক্তি পাবে ৷

  সম্প্রতি সোশ্যাল মিডিয়া সানি নিজেই শেয়ার করেছেন এই ওয়েব সিরিজের টিজার ৷ সানি লিখছেন, ‘আমার জীবন নিয়ে রহস্য শেষ ! খুব জলদিই খোলা বইয়ের মতো খুলে যাবে আমার জীবনের সব গল্প !’

  First published:

  Tags: Bollywood, Sunny Leone

  পরবর্তী খবর