জিভা তাঁকে বদলে দিয়েছেন, অকপট মহেন্দ্র সিং ধোনি
Last Updated:
মহেন্দ্র সিং ধোনি তালিসমানিক ক্রিকেটার তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷
#মুম্বই: মহেন্দ্র সিং ধোনি তালিসমানিক ক্রিকেটার তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ৩৭ –এ পৌঁছেও ব্যাট হাতে ধোনি ধামাকার কোনও বিরাম নেই ৷ ক্যাপ্টেন কুল যে এখনও একইরকম সফল তা প্রমাণ করেছেন এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে খেতাব জিতিয়ে ৷
তবে এই ধোনিও নিজের আবরণ খুলে কখনো কখনো বেরিয়ে আসেন ৷ আর সেটা তাঁকে বার করে আনতে পারেন ধোনি কন্যা জিভা ৷ আর এটা সরাসরি স্বীকারও করে নিয়েছেন মাহি ৷
advertisement
ধোনি বলেছেন ,‘‘ আমি জানি না ও আমায় ক্রিকেটার হিসেবে বদলে দিতে পেরেছে কিনা ৷ তবে নিঃসন্দেহে ও আমায় মানুষ হিসেবে বদলে দিয়েছে ৷ কারণ মেয়েরা বাবা-র ভীষণ কাছের হয় ৷ ’’
advertisement
জিভা যখন ৩ বছর আগে হয়েছিল তখন ক্রিকেটীয় ব্যস্ততার জন্য তাকে যথেষ্ট সময় দিতে পারেননি ধোনি ৷ তবে এখন মেয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটান বাবা ধোনি ৷
এবারের আইপিএলের পুরো টুর্নামেন্টের সময় জিভা তাঁর সঙ্গে ছিল ৷ জিভার সঙ্গে এই সময় কাটানোটা তাঁর কাছে ভীষণ আনন্দের, জানিয়েছেন মাহি ৷ মাঠে যাওয়ার সময় ও আমায় অনুরোধ করত ৷ ধোনি আরও বলেছেন জিভা ক্রিকেটের ঠিক কতটা বোঝে সেটা তিনি জানেন না ৷ তবে একদিন মাঠে নাকি জিভা তাঁকে সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিচ্ছিল ৷
advertisement
ধোনির আইপিএল সফরের দরুণ মেয়ের রুটিনও পুরো মুখস্ত হয়ে গিয়েছিল ৷ পাশাপাশি দলে আরও অনেকগুলি খুদে ছিল ৷ যাদের সঙ্গেও জিভা দারুণ সময় কাটাত , সেটা বাবা ধোনিকে খুশি করত ৷
এদিকে জিভা যেমন বাবাকে ভালোবাসে তেমন ভয়ও পায় ৷ আর এই সিক্রেটটাও জানিয়েছেন মাহি নিজেই ৷ তিনি বলেছেন জিভা যখন খেতে চায় না তখন তাকে ভয় দেখানো হয় এখুনি বাবা এসে যাবে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2018 9:28 PM IST