অভিনয়ে হাতেখড়ি...ক্যামেরার সামনে প্রথম আত্মপ্রকাশ করল ধোনি-কন্যা জিভা! দেখুন ভিডিও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এই বয়সেই জিভার ইন্সটাগ্রাম অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ১৮ লাখের বেশি। পর্দায় জিভার অভিনয়ের প্রশংসা শুরু হয়ে গিয়েছে সর্বত্র ।
#মুম্বই: ছোট থেকেই সে স্টার । স্বনামধন্য বাবার তারকা কন্যা জিভা সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনির একমাত্র কন্যা । জিভার বয়স এখন সবে পাঁচ বছর । এখনই সে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল । শুধু তাই নয়, বিভিন্ন সময় তার নানাবিধ দুষ্টু-মিষ্টি কার্যকলাপে মুগ্ধ হয়েছে নেটেজেনরা ।
কখনও সে বিভিন্ন ভাষায় গান গেয়েছে, কখনও ‘নমস্তে’ বলেছে, কখনও বা আহত পাখির ছানাকে নিজে দু’হাতে করে সেবা করেছে । কখনও বা বাবা মাঠে নামার গানে চিয়ার আপ করেছে তার আধো আধো গলায় । জিভার এই সমস্ত কান্ডই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে গিয়েছে গোটা দেশের কাছে । আর তাকে ভাল না বেসে থাকতে পারেননি দেশবাসী । জিভার বিভিন্ন মুহূর্তের ছবি আর ভিডিও ধোনি আর তাঁর স্ত্রী সাক্ষী সোশ্যাল সাইটে পোস্ট করেন। এই বয়সেই জিভার ইন্সটাগ্রাম অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ১৮ লাখের বেশি।
advertisement
advertisement
advertisement
এ বার সেই জিভাই পা দিয়েছে অভিনয় জগতে । ক্যামেরার সামনে পোজ দিয়েছে সে । সঙ্গে অবশ্যই বাবা ধোনিও রয়েছেন । জিভা আর তার বাবার যৌথ বিজ্ঞাপন খুব শীঘ্রই আসতে চলেছে ছোট পর্দায় । জনপ্রিয় একটি বিস্কুট কোম্পানি বাবা-মেয়ের এই সুপারহিট জুটিকে নিয়ে এসেছে বিজ্ঞাপনের দুনিয়ায় । সেই বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ছোট ছোট কিছু অংশ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় । আর পর্দায় জিভার অভিনয়ের প্রশংসা শুরু হয়ে গিয়েছে সর্বত্র ।
advertisement
advertisement
ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। টিভিতে সম্প্রচার হলে আরও জনপ্রিয় হবে বলাই যায়। এমনিতে মহেন্দ্র সিং ধোনি যখন খেলতেন তখন বিজ্ঞাপন জগতে তাঁর মূল্য ছিল অপরিসীম। অবসর নেওয়ার পরেও একাধিক পণ্যের বিজ্ঞাপন করেন তিনি। উল্লেখ্য ইতিমধ্যেই রাঁচির খামারবাড়িতে বিশাল জায়গা জুড়ে জৈব চাষ করছেন তিনি। দেশ এবং বিদেশে রফতানি হবে ওই জমিতে তৈরি শাক,সব্জি। এই মুহূর্তে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ধোনি এবং জিভার এই নতুন বিজ্ঞাপন ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2021 11:16 AM IST