রাফা জমানার অবসান, রিয়ালের কোচ হলেন জিদান
Last Updated:
রিয়ালে বেনিতেজের সাত মাস। সৌজন্যেও সেই সিআর সেভেন। সাতের গেঁরোয় পরেই রিয়ালে রাফা জমানার ফুলস্টপ। যাব যাব করেও চাকরিটা রয়ে গিয়েছিল লিভারপুল প্রাক্তনের। কিন্তু ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে পয়েন্ট টেবলে তিনে নামাটাই যেন কাল হল। বার্নাবিউ সুপ্রিমো ফ্লোরেন্তিনো পেরেজও ঢাল হয়ে দাঁড়াতে পারলেন না রাফার। রোনাল্ডো সহ দলের অনেক তারকারাই সরে দাঁড়িয়ে ছিলেন কোচের পাশ থেকে।
#মাদ্রিদ: রাফায়েল বেনিতেজকে সরিয়ে এবার কিংবদন্তী ফরাসি ফুটবলার জিনেদিন জিদানকে কোচের পদে নিয়োগ করল রিয়াল মাদ্রিদ ৷ সোমবার বৈঠকের পর অবশেষে প্রাক্তন ফরাসি অধিনায়ক এবং রিয়াল তারকাকেই কোচ হিসেবে চূড়ান্ত করলেন রিয়াল কর্তারা ৷ ক্লাবের দায়িত্ব নেওয়ার পর ৪৩ বছরের জিদান বলেন, ‘ আমি আমার নতুন চাকরিতে সব কিছু নিংড়ে দেব ৷ দলের স্বার্থে নিজের সেরাটুকু উড়াজ করে দিতে প্রস্তুত আমি ৷’ ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-২ ড্র হওয়া ম্যাচটি ছিল বেনিতেজের শেষ ম্যাচ ৷ ওই ম্যাচ ড্র করে লা লিগায় তৃতীয় হয়ে পড়ে রিয়াল ৷ অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে চার পয়েন্টে পিছিয়ে তারা ৷ এই অবস্থায় বেনিতেজকে সরানোর সিদ্ধান্তই চূড়ান্ত করল ক্লাব ৷
রিয়ালে বেনিতেজের সাত মাস। সৌজন্যেও সেই সিআর সেভেন। সাতের গেঁরোয় পরেই রিয়ালে রাফা জমানার ফুলস্টপ। যাব যাব করেও চাকরিটা রয়ে গিয়েছিল লিভারপুল প্রাক্তনের। কিন্তু ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে পয়েন্ট টেবলে তিনে নামাটাই যেন কাল হল। বার্নাবিউ সুপ্রিমো ফ্লোরেন্তিনো পেরেজও ঢাল হয়ে দাঁড়াতে পারলেন না রাফার। রোনাল্ডো সহ দলের অনেক তারকারাই সরে দাঁড়িয়ে ছিলেন কোচের পাশ থেকে।
advertisement
সিআর সেভেনের মত তারকাদের চাপ তো ছিলই। লস ব্ল্যাঙ্কোসের পারফর্ম্যান্স গ্রাফও যে কোচ বদলের হাওয়াই জোরালো করছিল।
advertisement
এবার আর ভুল করেননি রিয়াল কর্তারা। রোনাল্ডো, বেল, র্যামোস, বেঞ্জিমা, টনি ক্রুস, হামেসের মতো ‘লার্জার দ্যান ক্লাব’ তারকাদের সামলানোর মতো নাম খুঁজছিলেন রিয়াল কর্তারা। জিনেদিন জিদানের থেকে তাই ভালো অপশন ছিল না পেরেজদের সামনে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 05, 2016 4:38 PM IST









