রিও: নিজেদের ফুটবল ইতিহাসে আজ পর্যন্ত বিদেশি কোচকে দায়িত্ব দেয়নি ব্রাজিল। কিন্তু কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর আলোচনা হচ্ছিল এই প্রথম সাম্বা দলের দায়িত্ব নিতে পারেন বিদেশি ম্যানেজার। কিন্তু সেটাও এখন বিশ বাও জলে। রিয়াল মাদ্রিদকে সাফল্য দেওয়ার পর কোচিং থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে চলে যান জিনেদিন জিদান।
বিশ্রাম শেষে তিনি কোচিংয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেটা অবশ্য কোনো ক্লাবের কোচ হিসেবে নয়, জিদান ফিরতে চেয়েছিলেন ফ্রান্সের কোচ হয়ে। কিন্তু দিদিয়ের দেশ ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্সের কোচ হিসেবে নতুন চুক্তি করায় একটু যেন ধাক্কা খেয়েছে জিদানের আবার কোচিংয়ে ফেরার বিষয়টি। এর পর থেকে আলোচনা শুরু হয়, জিদান হতে পারেন ব্রাজিলের কোচ।
জিদানের ফ্রান্স দলের সতীর্থ রবার্ত পিরেস জানিয়েছেন, জিদানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তাঁর। জিদান তাঁর সতীর্থকে বলেছেন, তিনি আসলে ফ্রান্সের কোচ হতে চেয়েছিলেন আর ব্রাজিলের কোচ হওয়ার কোনো আগ্রহই তাঁর নেই। ১৯৯৮ সালে জিদানের হয়ে বিশ্বকাপ জেতা পিরেস কানাল প্লুসকে বলেছেন, সে যেটা চেয়েছিল, তা ফ্রান্সের কোচ হতে।
Robert Pirès a parlé récemment avec Zinédine Zidane 🗣️ Il confirme que Zizou voulait coacher l'équipe de France 🇫🇷 pic.twitter.com/ZRgWwJO5WK
— CANAL+ Foot (@CanalplusFoot) February 12, 2023
হ্যাঁ, এটা আমরা জানি যে দিদিয়ের চার বছরের জন্য থেকে যাওয়ায় এটা আর সম্ভব নয়। তাহলে কি ব্রাজিলের কোচ হবেন জিদান? পিরেসের কথা, এখন তাকে লক্ষ্য একটু পরিবর্তন করতে হবে। কোনো ক্লাবে যেতে হবে। এটা ঠিক যে খুব বেশি ক্লাব নেই, যারা জিজুকে নিতে পারবে। পিরেস এরপর যোগ করেন, আমি যেটা বুঝতে পেরেছি, ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ তার নেই। এর কারণ ভাষা।
সময় ভাল না গেলে চারদিকে কী হচ্ছে, সেটা সে বুঝতে চায়। জিদানের ব্রাজিলের কোচ হতে না চাওয়ার বিষয়ে উপসংহারে পিরেস বলেছেন, ব্রাজিলের কোচ হতে হলে আপনাকে খুব ভাল পর্তুগিজ জানতে হবে। এ কারণেই ব্রাজিল তার জন্য সুবিধাজনক জায়গা নয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brazil Football Team