রঞ্জি ফাইনালে বাংলার বাজি শাহবাজ, পিকের ভোকাল টনিকের কথা মনে পড়ছে সম্বরণের

Last Updated:

Shahbaz Ahmed can be the match winner for Bengal against Saurashtra in Ranji final. রঞ্জি ফাইনালে বাংলার বাজি শাহাবাজ, পিকের ভোকাল টনিকের কথা মনে পড়ছে সম্বরণের

সৌরাষ্ট্রকে হারাতে বাংলার সেরা বাজি শাহবাজ আহমেদ
সৌরাষ্ট্রকে হারাতে বাংলার সেরা বাজি শাহবাজ আহমেদ
কলকাতা: বৃহস্পতিবার ইডেনে শুরু রঞ্জি ফাইনাল। বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বছর দুয়েক আগে সৌরাষ্ট্রের কাছেই খেতাবি লড়াইয়ে হারতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। এবার ঘরের মাঠে হিসেব বুঝে নেওয়ার পালা। চেনা পরিবেশ, দর্শক সমর্থনও থাকবে লক্ষ্মীরতন শুক্লার দলের পাশে। তেত্রিশ বছর আগে যা পেয়েছিলেন সম্বরণ ব্যানার্জি, অশোক মালহোত্রা, অরুণ লালরা।
প্রবল শক্তিশালী দিল্লিকে বশ মানিয়ে ১৯৮৯-৯০ মরশুমে শেষবার তাঁরাই রনজি চ্যাম্পিয়ন করেছিলেন বাংলাকে। মনোজদের হাতে রনজি ট্রফি দেখার জন্য মুখিয়ে সম্বরণ ব্যানার্জি। বাংলার শেষ রনজি জয়ী দলের অধিনায়ক বলছেন, প্রতিটি জায়গায় যোগ্য ক্রিকেটার রয়েছে। এটাই এই দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ।
আরও পড়ুন - Ranji Trophy Final: রঞ্জি ফাইনালের আগে ঈশানের চোট নিয়ে দুশ্চিন্তায় বাংলা শিবির, পায়ের আঙুলের চোটে অনিশ্চিত বঙ্গ পেসার
কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে অধিনায়ক মনোজ তিওয়ারির বোঝাপড়াও বেশ ভালো। আগেও বলেছি, বাংলার পেস আক্রমণ এই মুহূর্তে দেশের সেরা। আকাশদীপ অসাধারণ ফর্মে রয়েছে। তবে ফাইনালে আমার ঘোড়া শাহবাজ আহমেদ। উইকেট যেমনই হোক, ছেলেটা ব্রেক থ্রু দিতে পারে। শুধু তাই নয়, চাপের মুখে লড়তে পারে ব্যাট হাতেও।
advertisement
advertisement
স্মৃতির সরণি দিয়ে হাঁটতে হাঁটতে সম্বরণ বলছিলেন, দীর্ঘদিনের আক্ষেপ এবার মেটার সম্ভাবনা প্রবল। আমাদের সঙ্গে এই দলটার দারুণ মিল রয়েছে। আমরা যেবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, তার আগের বছরই কোটলায় রনজি ফাইনালে হেরেছিলাম দিল্লির কাছে। পরের বার যখন ইডেনে দেখা হল, তখনও দিল্লির স্কোয়াডে ছ’জন ভারতীয় ক্রিকেটার। আমরা তাতেও দমে যাইনি।
advertisement
মনোবল বাড়াতে ম্যাচের আগের দিন পিকে ব্যানার্জিকে ড্রেসিং-রুমে এনেছিলাম। তা নিয়ে কম সমালোচনা সহ্য করতে হয়নি। জগমোহন ডালমিয়ার মতো ব্যক্তিত্বকে পাশে পেয়েছিলাম। প্রদীপদা ক্রিকেট নিয়ে কিছু বলেননি। তবে তাঁর বাচনভঙ্গিতে যে সব কাহিনী শুনিয়েছিলেন, তাতে গোটা দল দারুণ উজ্জীবিত হয়েছিল।
সৌরাষ্ট্রের ক্রিকেটারদের চোখে চোখ রেখে খেলার পরামর্শও দিলেন বাংলার রনজি জয়ী দলের ক্যাপ্টেন। তাঁর পরামর্শ, এটা ফাইনাল। বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়লে হবে না। আমার মনে পড়ে, কোটলার ফাইনালে দিল্লির ক্রিকেটাররা আমাদের ভীষণই স্লেজ করেছিল। পরেরবার ওদের তা ফিরিয়ে দিয়েছিলাম। প্র্যাকটিসের পর দিল্লির ক্যাপ্টেন কীর্তি আজাদকে বলেছিলাম, ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রঞ্জি ফাইনালে বাংলার বাজি শাহবাজ, পিকের ভোকাল টনিকের কথা মনে পড়ছে সম্বরণের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement