Zheng Qinwen In French Open: ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা! ম্যাচ হেরে চিনা তারকা বললেন, 'ছেলে হলেই ভাল হত'

Last Updated:

Zheng Qinwen In French Open: ম্যাচের মাঝেই ঋতুস্রাবের যন্ত্রণায় কাতরালেন তিনি।

#প্যারিস: প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত আর খেলতে পারলেন না। এই সমস্যা যে কত বড়, তা একমাত্র মেয়েরাই জানে।
ঋতুস্রাব মেয়েদের স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়া অনেকের কাছে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই যেমন চিনের টেনিস তারকা ছিনওয়েন জাং ঋতুস্রাবের জন্য ম্য়াচ হেরে বসলেন। চলতি ফরাসী ওপেনে ম্যাচের মাঝেই ঋতুস্রাবের ব্যথায় সমস্যায় পড়লেন তিনি। ব্যথা এতটাই ছিল যে তাঁকে ম্যাচের মাঝে বিশ্রাম নিতে হয়েছে।
চিনের তারকা ছিনওয়েন জাং এদিন ভালই খেলছিলেন। ঋতুস্রাবের মাঝে খেলতে নামায় শুরু থেকেই অবশ্য তাঁকে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত পোল্যান্ডের ইগা জিনটেকের কাছে ম্য়াচটা হেরে গেলেন তিনি। আর তার পরই তাঁর গলায় একরাশ হতাশা। চিনা তারকা আক্ষেপের সুরে বলে ফেললেন, 'ছেলে হয়ে জন্ম নিলেই হয়ো ভাল হত'!
advertisement
advertisement
আরও পড়ুন- রোনাল্ডো, নেইমার নন! মেসির কাছে দুনিয়ার সেরা স্ট্রাইকার করিম বেঞ্জেমা
এদিন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা ইগা জিনটেকের কাছে ফরাসী ওপেনর ম্যাচে ৬-৭(৫) ৬-০ ৬-২ সেটে হেরে যান ১৯ বছর বয়সী ছিনওয়েন জাং।
ম্যাচের শুরুতে চিনা তারকা শরীরে তেমন কোনও সমস্যা অনুভব করেননি। তবে সময় গড়াতেই তাঁকে বিধ্বস্ত দেখাতে থাকে। ম্যাচের মাঝে বারবার যন্ত্রণায় তাঁর চোখমুখ বদলে যাচ্ছিল।
advertisement
এর পর ম্যাচের মাঝপথে হঠাৎ করেই ব্যথা শুরু হয়ে যায়। তলপেটের ব্যথায় একটা সময় পা নাড়াতে পারছিলেন না তিনি। সেই সময় বাদ্য হয়েই তিনি 'মেডিক্যাল ব্রেক' নেন। বিশ্রাম এবং শুশ্রুষার পরও আর ছন্দে ফিরতে পারেননি ছিনওয়েন জাং।
আরও পড়ুন- আইপিএলে মোট ছ'টা পুরস্কার পেলেন বাটলার! ধারে কাছে নেই বিরাট, রোহিতরা
টেনিসের বিশ্ব র‍্যাংকিংয়ের ৭৪ নম্বরে রয়েচেন ছিনওয়েন। তিনি এই ম্য়াচে হারের পর প্রচণ্ড হতাশ হয়ে পড়েন। বলেন, 'পায়ের পেশি দুর্বল হচ্ছিল। পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল। তাই আর খেলতে পারছিলাম না। ঋতুস্রাবের এই যন্ত্রণা শুধু মেয়েরাই বোঝে। প্রথম দিনে আমার সব সময়ই প্রচণ্ড ব্যথা হয়। কিন্তু আমি তো আর প্রকৃতির বিরুদ্ধে যেতে পারব না। এখন মনে হচ্ছে, আমি যদি ছেলে হয়ে জন্মাতাম, তা হলে টেনিস কোর্টে এমন পরিস্থিতিতে পড়তে হত না। '
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Zheng Qinwen In French Open: ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা! ম্যাচ হেরে চিনা তারকা বললেন, 'ছেলে হলেই ভাল হত'
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement