Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহালের টি-শার্ট নিয়ে বিতর্ক, ‘বি ইওর ওন সুগার ড্যাডি’-র আসল মানে কী?

Last Updated:

ধনশ্রী ভার্মার সঙ্গে চাহালের বিবাহবিচ্ছেদের মঞ্জুর করেছে আদালত। শোনা যাচ্ছিল, ধনশ্রী না কি ৬০ কোটি টাকার অ্যালিমনি চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ৪.৭৫ কোটি টাকাই দিচ্ছেন চাহাল। এই বিপুল অঙ্কের টাকা চাওয়ার কারণেই কি খোঁচা?

News18
News18
শুনানি শেষ। আদালত থেকে বেরিয়ে আসছেন যুজবেন্দ্র চাহাল। মুখে মাস্ক, চোখে চশমা। পরনে কালো টি-শার্ট। তাতে লেখা ‘বি ইওর ওন সুগার ড্যাডি’। যার বাংলা করলে দাঁড়ায় ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। কিন্তু কেন এহেন টি-শার্ট পরে আদালতে এলেন চাহাল? কাকে খোঁচা দিতে চাইলেন?
ধনশ্রী ভার্মার সঙ্গে চাহালের বিবাহবিচ্ছেদের মঞ্জুর করেছে আদালত। শোনা যাচ্ছিল, ধনশ্রী না কি ৬০ কোটি টাকার অ্যালিমনি চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ৪.৭৫ কোটি টাকাই দিচ্ছেন চাহাল। এই বিপুল অঙ্কের টাকা চাওয়ার কারণেই কি খোঁচা? এমনটা মনে করছেন অনেকেই। তবে কেউ কেউ বলছেন প্রাক্তন স্ত্রীকে প্রাক্তন স্ত্রীকে অহেতুক কটাক্ষ করার কোনও মানে হয় না। যতি হোক, একসঙ্গে তাঁরা ভাল সময় কাটিয়েছেন। আজ মনোমালিন্য হওয়ায় সরাসরি ‘সুগার ড্যাডি’ খোঁচা ছেলেমানুষি আচরণ।
advertisement
advertisement
কিন্তু সুগার ড্যাডি কি? কাকে বলে? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। এমেরিয়াম ওয়েবস্টার অনুযায়ী, “কোনও সমৃদ্ধশালী প্রবীণ ব্যক্তি যিনি প্রেমিক বা প্রেমিকার জন্য প্রচুর টাকা খরচ করেন তাঁকেই সুগার ড্যাডি বলা হয়। ১৯২০-এর দশকে এই শব্দ প্রথম ব্যবহৃত হয়েছিল। সেদিক থেকে দেখলে এই ‘কনসেপ্ট’ অনেক পুরনো। এখানে ‘সুগার’ মানে উপহারের মিষ্টি অনুভূতি। আর ‘ড্যাডি’ দু’জনের বয়সের পার্থক্যকে ইঙ্গিত করে। সুগার ড্যাডি-রা আবার তিন রকমের হয়। সবচেয়ে নীচু স্তরে রয়েছে ‘স্প্লেন্ডা ড্যাডি’। এঁরা সঙ্গী বা প্রেমিকাকে নগদ ও উপহারের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়। কিন্তু আদতে দেয় কম।
advertisement
এরপর আসে ‘সুগার ড্যাডি’। এঁরা প্রতি মাসে নির্দিষ্ট বাজেট অনুযায়ী সঙ্গীর পিছনে খরচা করেন। এর উপরে রয়েছে ‘হানি ড্যাডি’। এঁরা সেরা। হাতে প্রচুর টাকা। সঙ্গী যা চান, তাই দেন। আবার ‘সুগার মামা’-ও রয়েছে। অবশ্য এই তকমা দেওয়া হয়েছে সমৃদ্ধশালী মহিলাদের। কাজ একই। সোজা কথায়, প্রেম বা যৌনতার বদলে চাহিদা মেটানো। এখন চাহাল কেন এই টি শার্ট পড়লেন, সেটা স্পষ্ট নয়। তবে তিনি যে কাউকে খোঁচা দিতে চেয়েছেন সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। “Be your own sugar daddy, make your own sugar.” লিখে গুগলে সার্চ করলে দেখা যাবে, এই স্লোগান লেখা টি শার্ট, পোস্টার, মগ বিক্রি হচ্ছে ঢেলে। বার্তা হল, নিজে সফল হওয়ার চেষ্টা করো, অন্যের ভরসায় থেকো না।
বাংলা খবর/ খবর/খেলা/
Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহালের টি-শার্ট নিয়ে বিতর্ক, ‘বি ইওর ওন সুগার ড্যাডি’-র আসল মানে কী?
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement