ধোনির পছন্দের হওয়াতেই বিশ্বকাপ ফাইনালে খেলেন রায়না, বিস্ফোরক যুবরাজ

Last Updated:

তাঁর দাবি অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালে তিনি, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠানের মধ্যে যে কোনও দু' জনকে প্রথম একাদশের জন্য বেছে নিতে হতো৷

২০১১ বিশ্বকাপ ফাইনালে ছয় মেরে ভারতে জয় এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ আর সেই বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে নায়ক হয়ে উঠেছিলেন যুবরাজ সিং৷ কিন্তু বিশ্বজয়ের ৯ বছর পর ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই ফাইনালে ভারতীয় দল নির্বাচন নিয়ে বিস্ফোরণ ঘটালেন যুবরাজ৷ দাবি করলেন, ধোনির একান্ত পছন্দের ক্রিকেটার ছিলেন বলেই ফাইনালে প্রথম একাদশে জায়গা হয়েছিল সুরেশ রায়নার৷
ইউটিউবে একটি সাক্ষাৎকার দিতে গিয়েই এই দাবি করেছেন যুবরাজ৷ তাঁর দাবি অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালে তিনি, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠানের মধ্যে যে কোনও দু' জনকে প্রথম একাদশের জন্য বেছে নিতে হতো৷ সেখানে তাঁর সঙ্গে সেদিন রায়নাকে বেছে নিয়েছিলেন অধিনায়ক ধোনি৷ যুবির দাবি, অধিনায়কের পছন্দের ক্রিকেটার হওয়াতেই সেদিন সুযোগ পেয়েছিলেন রায়না৷
advertisement
যুবরাজ বলেন, 'সব অধিনায়কের কয়েকজন পছন্দের ক্রিকেটার থাকে৷ তবে মনে হয়েছিল, সেই সময় রায়না অধিনায়কের যথেষ্ট সমর্থন পেয়েছিল৷' তবে বিতর্ক উস্কে দিয়ে যুবরাজ বলেন, 'সেই সময় আমি যথেষ্ট ভাল ছন্দে ছিলাম, পাঠানও ভাল খেলছিল৷ কিন্তু রায়না সেই সময় খুব একটা ছন্দে ছিল না৷'
advertisement
যুবরাজ মনে করিয়ে দেন, ২০১১ বিশ্বকাপের ভারতীয় দলে তিনি ছাড়া কোনও বাঁ হাতি স্পিনার ছিল না৷ তাছাড়া তিনি তখন উইকেটও পাচ্ছিলেন৷ ফলে টিম ম্যানেজমেন্টের সামনে তাঁকে দলে না নিয়ে উপায় ছিল না৷ কিন্তু অধিনায়কের সমর্থন থাকাতেই যে ছন্দে থাকা ইউসুফ পাঠানের বদলে সুরেশ রায়না ফাইনাল খেলার সুযোগ পেয়েছিলেন, তা স্পষ্ট করে দেন যুবরাজ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির পছন্দের হওয়াতেই বিশ্বকাপ ফাইনালে খেলেন রায়না, বিস্ফোরক যুবরাজ
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement