Air India Plane Crash: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু! অবশেষে জানা গেল নাম, দলের তরফে শোক প্রকাশ

Last Updated:

Young Indian Cricketer Died In Ahmedabad Air India Plane Crash: গত সপ্তাহে আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভয়াভয় স্মৃতির ক্ষত এখনও দগদগে। এবার জানা গেল আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উদীয়মান ভারতীয় ক্রিকেটারের।

News18
News18
গত সপ্তাহে আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভয়াভয় স্মৃতির ক্ষত এখনও দগদগে। এবার জানা গেল আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উদীয়মান ভারতীয় ক্রিকেটারের। প্রয়াত তরুণ ক্রিকেটারের নাম দীর্ধ প্যাটেল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171 বোয়িং ড্রিমলাইনার বিমান আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। ঘটনায় ২৭৪ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন ২৩ বছর বয়সী দীর্ধ প্যাটেল।
দীর্ধ প্যাটেল ইংল্যান্ডের হাডার্সফিল্ড ইউনিভার্সিটি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেছিলেন। একই সময় তিনি যুক্তরাজ্যের লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলছিলেন। ২০২৪ মরশুমে তিনি ক্লাবের প্রথম একাদশের নিয়মিত সদস্য ছিলেন। তি নি ২০টি ম্যাচে ৩১২ রান ও ২৯টি উইকেট নেন। তার বড় ভাই কৃতিক প্যাটেলও ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলেছেন।
advertisement
advertisement
এয়ারডেল ও ওয়ার্ফডেল সিনিয়র ক্রিকেট লিগ এক বিবৃতিতে দীর্ধের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তারা জানায়”আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় লিডস মডার্নিয়ান্স সিসির ক্রিকেটার দির্ধ পটেলের মৃত্যুর খবরে আমরা অত্যন্ত শোকাহত। তিনি পুল সিসির প্রাক্তন খেলোয়াড় কৃতিক পটেলের ভাই ছিলেন।” লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাব দrর্ধের স্মরণে এই সপ্তাহান্তে তাদের ম্যাচগুলোর আগে এক মিনিটের নীরবতা পালন করবে।
advertisement
দির্ধের প্রাক্তন শিক্ষক, ড. জর্জ বারজিয়ানিস, তাকে এক “অসাধারণ ছাত্র” হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, “দীর্ধ সবসময় জ্ঞানপিপাসু ছিল, এবং তার শেখা জিনিসগুলোর প্রভাব কীভাবে সমাজে কাজে লাগানো যায়, তা নিয়ে গভীর চিন্তা করত।” তিনি আরও বলেন,”দীর্ধের আকস্মিক মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা। দীর্ধের স্মৃতি তার পরিবার, বন্ধু ও সহপাঠীদের মধ্যে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে।”
বাংলা খবর/ খবর/খেলা/
Air India Plane Crash: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু! অবশেষে জানা গেল নাম, দলের তরফে শোক প্রকাশ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement