IND vs ENG: শেষ মুহূর্তে ভারতীয় দলে বদল! যোগ দিচ্ছেন তারকা প্লেয়ার! প্রথম টেস্টের আগে বড় চমক!

Last Updated:

IND vs ENG 1st Test: বাকি রয়েছে হাতে গোনা কয়েকটি দিন। ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। এবার কী সিরিজ শুরুর ঠিক আগে সেই স্কোয়াডে কোনও বড় পরিবর্তন করতে চলেছে বিসিসিআই।

(Photo Courtesy- BCCI X)
(Photo Courtesy- BCCI X)
লন্ডন: বাকি রয়েছে হাতে গোনা কয়েকটি দিন। ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। অনেক আগেই ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজের জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার কী সিরিজ শুরুর ঠিক আগে সেই স্কোয়াডে কোনও বড় পরিবর্তন করতে চলেছে বিসিসিআই। একটি রিপোর্ট দিচ্ছে তারই ইঙ্গিত।
ইংল্যান্ড সিরিজকে পাখির চোখ করে ভারতীয় ক্রিকেটাররা সারছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতীয় ক্রিকেট দলের পাশাপাশি, গত দুই সপ্তাহ ধরে ইংল্যান্ড সফরে রয়েছে ইন্ডিয়া ‘এ’ দলও। সেই দলে সরফরাজ খান, ঋতুরাজ গায়কোয়াড়, অংশুল কাম্বোজ, খালিল আহমেদ এবং হর্ষিত রানা’র মতো খেলোয়াড় ছিলেন। Revsportz-এর একটি প্রতিবেদন অনুযায়ী, হর্ষিত রানাকে ইংল্যান্ডে থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে খেলে রানা একটি উইকেট নেন। ব্যাট হাতে করেন ১৬ রান। তার দলে যুক্ত হওয়ায় মূল দলের কম্বিনেশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও মূল স্কোয়াডে ইতিমধ্যেই জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংয়ের মতো পেসাররা রয়েছেন। তবে আগেই জানানো হয়েছে যে বুমরাহ সিরিজের সব ম্যাচে খেলবেন না।
advertisement
advertisement
ভারতীয়‘এ’ দলের অন্যান্য সদস্য যারা মূল টেস্ট দলে নেই বা কাউন্টি ক্রিকেটে চুক্তিবদ্ধ হননি, তারা মঙ্গলবার দেশে ফিরে যাচ্ছেন। এর মাঝে রানা ইংল্যান্ডে থেকে যাওয়ায় খবর নতুন জল্পনা তৈরি করে করেছে। বুমরাহ যেহেতু সব ম্যাচ খেলতে পারবেন না, সেই কারণেই কী ম্ভাব্য বিকল্প হিসেবে হর্ষিত রানাকে রেখে দেওয়া হচ্ছে? তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
advertisement
প্রসঙ্গত, গত বছর অস্ট্রেলিয়া সফরে টেস্টে অভিষেক করা রানা সেখানে চার উইকেট নিয়েছিলেন ৫০.৭৫ গড়ে। তবুও, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি তিনি। তবে রানা প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন রানা। ১৩ ম্যাচে ৪৮ উইকেট ও ৩২.৮০ গড়ে ব্যাটিং করেছেন, রয়েছে একটি সেঞ্চুরিও। তবে রানার ইংল্যান্ডে ভারতীয় দলের স্কোয়াডে আনুষ্ঠানিক যোগ নিয়ে এখনও কিছু জানায়নি বোর্ড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: শেষ মুহূর্তে ভারতীয় দলে বদল! যোগ দিচ্ছেন তারকা প্লেয়ার! প্রথম টেস্টের আগে বড় চমক!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement