যুবরাজকে পিছন থেকে ছুরি মেরেছেন ধোনি- কোহলি, চাঞ্চল্যকর অভিযোগ বাবা যোগরাজের

Last Updated:

যুবরাজের জন্য বিসিসিআই কোনও বিদায়ী ম্যাচ বা সংবর্ধনার আয়োজন না করাতেও প্রবল ক্ষুব্ধ যোগরাজ৷

#নয়াদিল্লি: ফের ছেলে যুবরাজ সিংকে নিয়ে সরব হলেন প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং৷ তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, বিরাট কোহলি এবং এম এস ধোনি সহ অনেকেই যুবরাজকে পিছন থেকে ছুরি মেরেছেন৷
যুবরাজের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে অতীতেও সরব হয়েছেন যোগরাজ৷ এবার সরাসরি ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা এম এস ধোনি এবং বিরাট কোহলির বিরুদ্ধে তোপ দেগেছেন যোগরাজ৷ প্রসঙ্গত কয়েকদিন আগে যুবরাজও অভিযোগ করেছিলেন, অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে তিনি যে ব্যবহার পেয়েছিলেন, তা ধোনি বা কোহলির কাছ থেকে পাননি৷
একই অভিযোগ তুলে যোগরাজ একটি সাক্ষাৎকারে বলেছেন, 'শুধু ধোনি এবং কোহলি নন, আমার মতে নির্বাচকরাও যুবরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন৷'
advertisement
advertisement
যুবরাজের জন্য বিসিসিআই কোনও বিদায়ী ম্যাচ বা সংবর্ধনার আয়োজন না করাতেও প্রবল ক্ষুব্ধ যোগরাজ৷ তিনি বলেন, 'আমি সম্প্রতি রবি শাস্ত্রীকে ফোন করে বলেছি যাতে পারফরম্যান্স অনুযায়ী ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়৷' অভিমানের সুরে তিনি আরও বলেছেন, 'যখন ধোনি, কোহলি বা রোহিত অবসর নেবে, তখন যেন ওঁদের প্রাপ্য সম্মান জানিয়েই বিদায় দেওয়া হয়৷ কারণ ওঁরা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক অবদান রেখেছে৷ যুবরাজকে অনেকেই পিছন থেকে ছুরি মেরেছে, যেটা ভাবলেই কষ্ট হয়৷'
advertisement
নির্বাচক শরণদীপ সিংহের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছেন যোগরাজ৷ তাঁর অভিযোগ, দল নির্বাচনের বৈঠকে সবসময় যুবরাজকে বাদ দেওয়ার কথা বলতেন শরণদীপ৷ যোগরাজের আরও চাঞ্চল্যকর অভিযোগ, ২০১১ সালের বিশ্বকাপে যুবরাজকে বাদ দেওয়ার জন্য সুরেশ রায়নাকে দলে নেওয়া হয়েছিল৷ যদিও সেই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন যুবরাজ৷ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যুবরাজকে পিছন থেকে ছুরি মেরেছেন ধোনি- কোহলি, চাঞ্চল্যকর অভিযোগ বাবা যোগরাজের
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement